নয়াদিল্লি, 5 জুলাই: আগামী 26 জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক ৷ তার আগে প্রতিযোগিতায় অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সকালে ভারতীয় হকির পুরুষ ও মহিলা দল, বক্সিং-সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সকল ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন ৷ তাঁদের সকলের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন মোদি ৷ ভার্চুয়ালি এই আলাপচারিতায় অংশ নিয়েছিলেন সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া ৷
মোদি তাঁর বার্তায় এদিন বলেন, "আপনারা এই মুহূর্তে অলিম্পিকসের মঞ্চে পৌঁছে জেতার মেজাজে রয়েছেন ৷ আর আমি আপনাদের জিতে ফেরার পর অভ্যর্থনা জানানোর মেজাজে রয়েছি ৷" উল্লেখ্য, এবারের অলিম্পিকে ভারত থেকে প্রায় 120 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন ৷ আজকের সাক্ষাৎকারে মোদি বলেন, "আমি দেশের ক্রীড়াক্ষেত্রের সঙ্গে জড়িত সকল তারকাদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করি ৷ তাঁদের থেকে নতুন জিনিস শেখার চেষ্টায় থাকি ৷"
এর কারণ হিসেবে প্রধানমন্ত্রী জানান, "একজন প্রশাসনিক প্রধান হিসেবে ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনায় অনেক নতুন বিষয় উঠে আসে ৷ ক্রীড়া ক্ষেত্র ও ক্রীড়াবিদদের উন্নতিতে কী কী করা প্রয়োজন ? সিস্টেমে কী বদল আনা যেতে পারে, তা বোঝা যায় ৷ সেই মতো আমি সেই ইতিবাচক বদলগুলি আনার ক্ষেত্রে কাজ করতে পারি ৷ তাই আমি সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং আগামী দিনেও করব ৷"
অলিম্পিক প্রতিযোগীদের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী বলেন, "কেউ কেউ থাকে সাফল্য না-পেলে, নানান অজুহাত দেয় ৷ তাঁরা জীবনে উন্নতি করতে পারেন না ৷ ব্যর্থতায় অজুহাত নয়, তার থেকে শিক্ষা নিতে হবে ৷ আমি এমন অনেক ক্রীড়াবিদদের চিনি, যাঁরা তাঁদের প্রতিটি ব্যর্থতা থেকে নতুন কিছু শেখেন এবং পরবর্তীকালে সাফল্য পান ৷" প্রথমবার যাঁরা অলিম্পিকের মঞ্চে অংশ নেবেন, তাঁদেরও এদিন উৎসাহ জোগান মোদি ৷
প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী 2036 অলিম্পিকের আয়োজনের বিষয়টি তুলে ধরেন ৷ তিনি জানান, "আমরা চেষ্টা আছি 2036 অলিম্পিকস আয়োজনের জন্য বিড পেশ করব ৷ তার জন্য পরিকাঠামোগত সংস্কারের কাজ চলছে ৷ কিন্তু, আপনাদের থেকে আমি পরামর্শ চাই ৷ আপনারা খেলোয়াড়রা পরিস্থিতিটা ভালো বুঝতে পারবেন ৷ আমি এই অলিম্পিকের মাঝেই কিছু করতে বলছি না ৷ আপনারা এখন প্রতিযোগিতায় মন দিন ৷ ফিরে এসে অবসর সময়ে সংস্কারের কাজগুলি আপনারা দেখুন এবং সেখানে আর কী কী করা যেতে পারে, তা আমাদের জানান ৷ এর ফলে আমরা 2036 অলিম্পিকসের বিড পেশের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকব ৷"