পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বোল্ট-চাহালে ঘায়েল রোহিত-হার্দিকরা, টেনেটুনে 125 তুলল মুম্বই - IPL 2024

MI vs RR: ওয়াংখেড়ের মাঠে মাথা হেঁট হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের ৷ ঘরের মাঠে গ্যালারি থেকে যতই ধ্বনিত হচ্ছে রোহিত..রোহিত..হার্দিক..হার্দিক আওয়াজে ততই যেন উইকেট পড়তে থাকতে থাকছে মুম্বই ইন্ডিয়ান্সের ৷ রাজস্থানের বোল্ট ও চাহালের দাপটে প্রথম ইনিংসে কোনওরকমে 125 রান করতে পারল মুম্বই ৷ তাই জয়ের জন্য মুখিয়ে রয়েছে রাজস্থান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 9:50 PM IST

Updated : Apr 1, 2024, 10:10 PM IST

মুম্বই, 1 এপ্রিল: চলতি আইপিএলে 14তম ম্যাচটা একটু আলাদা দেখলেন ক্রিকেটপ্রেমীরা ৷ ঘরের মাঠে মুম্বইয়ের মতো শক্তিশালী দল রাজস্থানের বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাল নিয়মিত ব্যবধানে ৷ টপ থেকে মিডল সেখান থেকে মুম্বই ব্যাটিংয়ের লোয়ার অর্ডারও পিঙ্ক ব্রিগেডের বোলারদের কাছে ধোপে টিকল না ৷ 125-এই দৌড় শেষ মুম্বই ইন্ডিয়ান্স ৷

ওপেনার ঈশান কিষাণ থেকে রোহিত শর্মা, তিলক বর্মা, এমনকী অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারলেন না ক্রিজে ৷ 21 বলে হার্দিকের 34 রানই মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে বেশি রান ৷ অন্যদিকে, সঞ্জুর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত একেবারে সঠিক ৷ তাঁর বাহিনীর ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহালের বলের ঘায়েলে 125 রানে আটকে গেল মুম্বই ৷ সোমবার ওয়াংখেড়েতে সঞ্জু টসে জিতে ব্যাট করতে পাঠান হার্দিকদের ৷ ওপেনিংয়ে নেমে ঈশান আউট হন 16 রানে ৷ শূন্যতে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে দাগ-আউটে ফেরান কিউই বোলার ট্রেন্ট বোল্ট ৷

পরবর্তীতে নামন ধিরকেও আউট করেন বোল্ট ৷ ফের ডেওয়াল্ড ব্রেভিসকেও প্যাভিলিয়নমুখী করান 'দ্য বোল্ট'৷ এই দুই ব্যাটারও এদিন খাতা খুলতে পারেননি ৷ পরে তিলক বর্মা 32 রান ও হার্দিক পান্ডিয়া 34 রান করেন ৷ 22 রান দিয়ে মুম্বইয়ের তিনটি উইকেট নেন বোল্ট ৷ অন্যদিকে, মুম্বইকে 125 রানে বেঁধে ফেলার কৃতিত্বটা শুধু যে বোল্টকে দেওয়া যায় তা না ৷ পিঙ্ক জার্সিধারী যুজবেন্দ্র চাহালও এদিন তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া ও জেরাল্ড কোয়েৎজি'র উইকেট নেন ৷ সবথেকে গুরুত্বপূর্ণ মাত্র 11 রান দিয়ে বিপক্ষ দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকেই (যাঁরা রান পাচ্ছিলেন) ফেরান যুজবেন্দ্রই ৷ রাজস্থানের নান্দ্রে বার্গারও এদিন 32 রান দিয়ে 2টি উইকেট নেন ও একটি উইকেট নেন আবেশ খান ৷

আরও পড়ুন:

  1. রামনবমীর দিন নিরাপত্তা নিয়ে জটিলতা, ইডেনে কি হবে না নাইটদের ম্যাচ!
  2. 112 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি ইপিএল ক্লাব এভার্টন এফসি'র
  3. বিয়াল্লিশেও রেকর্ড ফিনিশার ধোনির, দিল্লির জয়েও জরিমানা গুনলেন পন্ত
Last Updated : Apr 1, 2024, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details