মুম্বই, 1 এপ্রিল: চলতি আইপিএলে 14তম ম্যাচটা একটু আলাদা দেখলেন ক্রিকেটপ্রেমীরা ৷ ঘরের মাঠে মুম্বইয়ের মতো শক্তিশালী দল রাজস্থানের বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাল নিয়মিত ব্যবধানে ৷ টপ থেকে মিডল সেখান থেকে মুম্বই ব্যাটিংয়ের লোয়ার অর্ডারও পিঙ্ক ব্রিগেডের বোলারদের কাছে ধোপে টিকল না ৷ 125-এই দৌড় শেষ মুম্বই ইন্ডিয়ান্স ৷
ওপেনার ঈশান কিষাণ থেকে রোহিত শর্মা, তিলক বর্মা, এমনকী অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারলেন না ক্রিজে ৷ 21 বলে হার্দিকের 34 রানই মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে বেশি রান ৷ অন্যদিকে, সঞ্জুর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত একেবারে সঠিক ৷ তাঁর বাহিনীর ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহালের বলের ঘায়েলে 125 রানে আটকে গেল মুম্বই ৷ সোমবার ওয়াংখেড়েতে সঞ্জু টসে জিতে ব্যাট করতে পাঠান হার্দিকদের ৷ ওপেনিংয়ে নেমে ঈশান আউট হন 16 রানে ৷ শূন্যতে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে দাগ-আউটে ফেরান কিউই বোলার ট্রেন্ট বোল্ট ৷