লাহোর, 15 সেপ্টেম্বর: চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যত এগিয়ে আসছে, ভারতের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ আরও জোরালো হচ্ছে ৷ জয় শাহ আইসিসি চেয়ারম্যান হিসেবে সরকারিভাবে দায়িত্ব নেওয়ার পর ঘটনাপ্রবাহ কোন দিকে এগোয়, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা ৷ এমতাবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজনীতি থেকে বেরিয়ে এসে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আর্জি জানালেন মইন খান ৷
শুধু তাই নয় ৷ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত প্রাক্তন ক্রিকেটারদের বিষয়টিতে হস্তক্ষেপ করতে বললেন প্রাক্তন উইকেটরক্ষক ৷ এ ব্যাপারে পাক ক্রিকেট বোর্ডকেও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন মইন ৷ ক্রিকেট পাকিস্তানকে পাক কিংবদন্তি বলেন, "সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, রাহুল দ্রাবিড়ের মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের বোর্ডকে বলা উচিত ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে ৷ রাজনৈতিক কারণে ক্রিকেটে কোনওপ্রকার বাধা আসা কাম্য নয় ৷ অনুরাগীরা ভারত-পাকিস্তান ম্য়াচ দেখতে চায় ৷ এতে (ভারত পাকিস্তানে খেলতে আসলে) পাকিস্তানের শুধু নয়, ক্রিকেটের জন্য উপকার হবে ৷"