কলকাতা, 25 জানুয়ারি: সুপার কাপের বল গড়ানো শেষ হওয়ার তিন দিনের মধ্যে আইএসএলের দ্বিতীয় পর্বের খেলা শুরু । মাঝে প্রায় একমাস বন্ধ ছিল । ভারতীয় দলের এশিয়ান কাপের খেলার কারণেই আইএসএল বন্ধ রাখা হয়েছিল । ফলে প্রথম পর্বের খেলা শেষ হয়নি । 28 অক্টোবর প্রথম ডার্বি হওয়ার কথা ছিল । শারোদৎসব, দীপাবলী ও বিশ্বকাপ ক্রিকেটের জন্য ডার্বি আয়োজন সম্ভব হয়নি । ফলে তা নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে রয়েছে । মাঝে সুপার কাপে মোহনবাগান সুপারজায়ান্টকে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি । ফলে আইএসএল ডার্বি নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে । সেকথা মাথায় রেখেই তিন ফেব্রুয়ারি প্রথম ডার্বির দিন ধার্য হয়েছে ।
একইভাবে ফিরতি ডারি হবে 10 মার্চ । তিন ফেব্রুয়ারি ডার্বি দিয়েই ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু করবে । এই পর্যন্ত 12 রাউন্ড হয়েছে দেশের এক নম্বর লিগের । সব দলের 12টি করে খেলা হয়নি । কারও দশ, কারও এগারোটি করে খেলা হয়েছে । সাতটি দলের খেলা 12টি করে হয়েছে । দ্বিতীয় পর্বের আইএসএলে সময়ের পরিবর্তন হয়েছে । রাত আটটার বদলে সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে । কোনও দিন দুটো ম্যাচ থাকলে প্রথম খেলাটি বিকেল পাঁচটা থেকে শুরু হবে । মোহনবাগান সুপারজায়ান্ট 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে । সমসংখ্যক ম্যাচে 11 পয়েন্ট নিয়ে আট নম্বরে ইস্টবেঙ্গল এফসি । 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে সবার ওপরে কেরালা ব্লাস্টার্স । 10ম্যাচে 24 পয়েন্ট নিয়ে এফসি গোয়া দ্বিতীয় স্থানে । 12 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি তিন নম্বরে । মুম্বই সিটি এফসি 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে চার নম্বরে । নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়িন সিটি এফসি 12টি করে ম্যাচ খেলে 12 পয়েন্ট ঝুলিতে নিয়ে গোল পার্থক্যের বিচারে ছয় এবং সাত নম্বরে রয়েছে ।