কলকাতা, 29 সেপ্টেম্বর:এসিএল টু'য়ের দ্বিতীয় ম্যাচে ইরানের ট্র্য়াক্টর এসসি'র বিরুদ্ধে সেদেশে খেলতে যাচ্ছে না মোহনবাগান ৷ এখনও পর্যন্ত সরকারি ঘোষণা না-এলেও ছবিটা কার্যত পরিষ্কার ৷ হিজবুল্লা জঙ্গিগোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর কিছুটা চাপে ইরান ৷ আর তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা আঁচ করে সম্ভবত ট্র্য়াক্টর এসসি'র বিরুদ্ধে ম্য়াচ খেলতে যাচ্ছে না সবুজ-মেরুন ৷ প্রাণের ঝুঁকি নিয়ে মোহনবাগান এবং ক্লাবের ফুটবলারদের এই সিদ্ধান্তকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ল না তাঁদের প্রতিপক্ষ ৷
ট্র্য়াক্টর এসসি'র তরফে এক সোশাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, "ভারতের মোহনবাগান ক্লাব তাবরিজ এবং আজারবাইজানে আসতে চায় না বলে অজুহাত খাড়া করছে ৷" ইরানে গিয়ে 10 গোলে হারের লজ্জা এড়াতে সবুজ-মেরুন 0-3 গোলে হার মেনে নিতে রাজি বলেও কটাক্ষ করেছে ইরানের ক্লাবটি ৷ যা নিয়ে সমর্থকমহলেও তৈরি হয়েছে ক্ষোভ ৷ কিন্তু পরিস্থিতি অনুকূল না-হওয়ার কারণেই শেষমেশ ইরানে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটছে বাগান ম্য়ানেজমেন্ট ৷