কলকাতা, 11 জানুয়ারি: মোহনবাগানের সঙ্গে দ্বৈরথে ইস্টবেঙ্গল পরিসংখ্যানগত ভাবে এগিয়ে । কিন্তু বদলে যাওয়া মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল অনেক পিছিয়ে । মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে আইএসএলে জিততে পারেনি লাল-হলুদ ব্রিগেড । সম্বল একটি ড্র আর সুপার কাপে জয় ।
তবে প্রতিটি ডার্বি নতুনভাবে শুরু হয় । নতুন ইতিহাসের জন্ম দেয় । তাই দেশি কিংবা বিদেশি, যে ফুটবলারই লাল-হলুদ বা সবুজ-মেরুন জার্সি পড়ুন না কেন, ডার্বির ছটায় মজেছেন । বদলে যাওয়া ভারতীয় ফুটবলেও তার ব্যতিক্রম নেই । অস্ট্রেলিয়ার এ লিগের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেন বলছেন, ‘‘আগেও প্রচুর ডার্বি খেলেছি । কিন্তু আইএসএলের এই ডার্বি সবার সেরা । প্রথম ডার্বির পরিবেশ ছিল দুর্দান্ত । আমি মেলবোর্ন ডার্বি খেলেছি । কিন্তু কলকাতার ডার্বির উন্মাদনা অনেক বেশি । গুয়াহাটিতে কত সমর্থক থাকবে জানি না । আশা করি ওখানেও দর্শকরা আমাদের সমর্থন করবেন । শুধু আমরা নই, ইস্টবেঙ্গলও সমর্থকদের অভাব বোধ করবে । আমরা পেশাদার ফুটবলার । সব পরিস্থিতির জন্য তৈরি থাকি ৷”
ভারতীয় ফুটবল সম্পর্কে খোঁজ নিতে গিয়ে অস্ট্রেলিয়ার বাইশ গজের তারকা মার্কাস স্টয়নিসের সঙ্গে কথা বলেছিলেন । দু’জনেই ছোটবেলার বন্ধু । এদেশে আসার আগে কথা বলেছিলেন । এমনকী প্রথম ডার্বির আগে কথা হয়েছিল প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও । ম্যাকলারেন বলছেন, “ভারতে আসার আগে স্টয়নিস জানিয়েছিল, এখানে ক্রিকেট এবং ফুটবল নিয়ে আলাদা আবেগ কাজ করে । তা জেনেই আমি মোহনবাগানে সই করি । ভারতের সেরা ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত ৷”