কলকাতা, 27 অগস্ট: আরজি কর কাণ্ডে ডুরান্ড সরে গিয়েছিল ৷ ফের ঘরের মাঠে ফিরেছে সবুজ-মেরুন ৷ সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে নামছে মোহনবাগান । ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে ফের ফাইনালে দেখা যাবে কি না, তা আজ ঠিক হবে ৷ ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ার পর মোহনবাগানে হাতে ডুরান্ড কাপে বাংলার প্রতিনিধিত্ব টিকিয়ে রাখার ভার ৷ কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?
নিজের কাজটা করে দিয়েছেন কোচ হোসে মোলিনা ৷ এবার বাকিটা তাঁর ফুটবলারদের উপর । ইতিমধ্যেই সবুজ-মেরুন কোচ একাধিকবার বলেছেন, তাঁর দলের প্রস্তুতি চলছে ৷ সঠিকভাবে দল তৈরি নয় ৷ ডুরান্ডকে তিনি প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখছেন । তবে গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট যে দাপট দেখিয়েছে, তাতে বেঙ্গালুরুর দুঃশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার কথা । যদিও গোল করেও তা ধরে রাখতে না-পারা ভাবাচ্ছে সবুজ-মেরুনের হেডস্যরকে ৷
কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ চার নিশ্চিত করেছে দু’দলই ৷ মোহনবাগান-পঞ্জাব ম্যাচ নির্ধারিত সময়ে 3-3 থাকায় টাইব্রেকারে যায় ৷ জেসন কামিংসের স্পটকিক মিসে বাগান শুরুতে চাপে পড়লেও সাডেন ডেথে বাজিমাত করেছেন বিশাল কাইথ ৷ অন্যদিকে অতিরিক্ত সময়ের গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে বেঙ্গালুরু ৷ ফলে এদিন লড়াইটা দু’দলের কাছেই কঠিন ৷ যদিও ঘরের মাঠে জনসমর্থন থাকায় সুবিধা মোহনবাগানের ৷