কলকাতা, 24 নভেম্বর: মাঝে ওড়িশা এফসি ম্যাচ ছাড়া সবুজ-মেরুন নৌকা ফের তরতরিয়ে চলছে । প্রতিপক্ষের ওপর দাপট দেখানোই নয়, রক্ষণ অক্ষত রেখে জয় তুলে নেওয়ার অভ্যাস গড়ে তুলেছে মোহনবাগান । 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে সবার ওপরে হোসে মোলিনার ছেলেরা । প্রথমবার পয়েন্ট টেবিলের মগডালে ।
30 নভেম্বর ফের ম্যাচ । ঘরের মাঠে প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি । আপাতত 1 নম্বর দল হয়ে ওঠার তৃপ্তি উপভোগ করতে চান মোলিনা । বাগানের হেডস্যর বলছেন, শীর্ষে ওঠার পর জায়গাটা ধরে রাখার কাজটা কঠিন । তাঁর মতে, “এক নম্বর জায়গাটা ধরে রাখা খুবই কঠিন । সে জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে । দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা বজায় রাখতে হবে । সে জন্য খেলায় আরও উন্নতি করতে হবে । আইএসএলের মতো লিগে যে কোনও ম্যাচ জেতা খুবই কঠিন । কারণ, অন্য দলগুলোও যথেষ্ট ভাল । তারাও জিতে চলেছে । তাদের সঙ্গে লড়াইয়ে থাকতে গেলে আমাদের টানা জিততে হবে, যা মোটেই সোজা হবে না । নিজেদের আরও শক্তিশালী করে তুলতে হবে ।’’
প্রায় একই সঙ্গে দলের সামগ্রিক পারফরম্যান্সের উন্নতির কথা বলেছেন ৷ মোলিনার কথায়, “সবদিক দিয়েই উন্নতি করেছি আমরা । যত বেশি সম্ভব গোল করা ও গোল না-খাওয়ার লক্ষ্য নিয়েই নেমেছিলাম আমরা । সেই লক্ষ্যপূরণ হয়েছে । এখন আমরা টেবিলের শীর্ষে রয়েছি । দলের পারফরম্যান্সে আমি খুশি । তবে আমাদের এই পারফরম্যান্স বজায় রাখতে হবে ও পরিশ্রমও করে যেতে হবে ।’’