পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাগানে আলো, অন্ধকারে লাল-হলুদ ! ডার্বির আগে দুই মেরুতে দুই প্রধান - ISL 2024 25

মহমেডানকে উড়িয়ে দিয়েছে মোহনবাগান ৷ জামশেদপুরের কাছে হেরে পয়েন্ট টেবিলের শেষে ইস্টবেঙ্গল ৷ কলকাতার দুই প্রধানের অবস্থা এখন সম্পূর্ণ বিপরীত ৷

MOHUN BAGAN SUPER GIANT  EAST BENGAL
ডার্বির আগে দুই মেরুতে দুই প্রধান (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Oct 6, 2024, 8:23 AM IST

কলকাতা, 6 অক্টোবর: বেঙ্গালুরু ম্যাচে বিশ্রী হার, এএফসি কাপের গ্রুপ পর্বে রাভশানের বিরুদ্ধে ড্র ৷ কার্লেস কুয়াদ্রাতের মত তাঁকে নিয়েও কথা শুরু হয়ে গিয়েছিল সবুজ-মেরুনের অন্দরে ৷ কিন্তু সমালোচনার জবাব দেওয়ার জন্য় মিনি ডার্বিকেই বেছে নিয়েছিলেন হোসে মোলিনা ৷ মহমেডানকে একপেশে হারিয়ে হাজার ওয়াটের আলো গঙ্গাপাড়ের ক্লাবে ৷

ঠিক তখনই ফুটবল দেবতা বোধহয় লাল হলুদ জার্সির ওপর অসন্তুষ্ট । ইস্পাত নগরীতে খেলার নিয়ন্ত্রক হয়েও শনিবার ব্যর্থতার অন্ধকারে ইস্টবেঙ্গল ৷ সুযোগ নষ্টের প্রদর্শনী, পেনাল্টি থেকে গোল না-করতে পারার ব্যর্থতায় ফের হারের ধাক্কা ইস্টবেঙ্গলে । আইএসএলের পাঁচ বছরের ইতিহাসে প্রথমবার চার ম্যাচ পরেও ইস্টবেঙ্গলের ভাঁড়ার শূন্য ।

মহমেডানকে উড়িয়ে দিয়েছে মোহনবাগান (ইটিভি ভারত)

এতদিন দিমিত্রি পেত্রাতোস-জেসন কামিংস জুটি ফুল ফুটিয়েছে বাগানে ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁদেরকেই বেঞ্চে বসিয়ে শুরু করেছিলেন মোলিনা ৷ ফলে চাপা শঙ্কা ছিল সমর্থকদের মনে ৷ দিমি-কামিংসের বদলে শুরু করেছিলেন গ্রেগ স্টুয়ার্ট-জেমি ম্যাকলারেন ৷ ম্যাচের শুরুতেই সমর্থকদের যাবতীয় শঙ্কা উড়িয়ে দিয়েছেন অজি জুটি ৷ কেন তাঁকে মেলবোর্ন সিটির কিংবদন্তি বলা হয়, তা বুঝিয়েছেন স্টুয়ার্ট ৷ ‘ব্ল্যাক প্যান্থার’দের বিরুদ্ধে স্বস্তি দিয়েছে বাগানের জমাট ডিফেন্সও ৷ আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ঝলমলে সবুজ-মেরুন ৷

অন্যদিকে ইস্টবেঙ্গলে এখন সমস্যা প্রচুর ৷ এখনও পর্যন্ত চারবার আইএসএল খেলেছে ইস্টবেঙ্গল ৷ একবারও প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ এশিয়ানজয়ী ক্লাবের আইএসএলে এই পারফর্ম্য়ান্স মোটেই ‘ইস্টবেঙ্গল’সুলভ নয় ৷ এবার সেই ইতিহাস বদলানোর স্বপ্ন দেখেছিলেন সমর্থকরা ৷ তাতেও বিধি বাম ৷ খারাপ পারফর্ম্যান্সের দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ আপতকালীন দায়িত্ব সামলাচ্ছেন বিনো জর্জ । যদিও তাতে অবস্থা বদলায়নি ৷ সুযোগ নষ্টের প্রদর্শনী এবং ছোট ভুলে ইস্টবেঙ্গলে ফের হারের লজ্জা । ইস্পাত নগরীতে মরশুমের সেরা ম্যাচটা খেললেও যেভাবে রক্ষণ খুলে যাচ্ছে, সমর্থকদের দুশ্চিন্তায় পুজোয় অনেক রাত জাগতে হবে ৷ কারণ পুজো পেরলেই ডার্বি ৷ তার আগে দ্রুত ভুল শুধরে নিতে চাইবে ইস্টবেঙ্গল ৷

জামশেদপুরের কাছে হেরে পয়েন্ট টেবিলের শেষে ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)

আইএসএলে ফেরার আগে কোচ নির্বাচনেও তৎপর লাল-হলুদ কর্তারা ৷ এখনও পর্যন্ত পাঁচজন কোচের সঙ্গে কথা হয়েছে বলে খবর । তবে প্রথম পছন্দ অস্কার ব্রুজো । কারণ বছর বারো আগে গোয়ার স্পোর্টিং ক্লুব দ্য গোয়ায় কোচিং করিয়েছিলেন তিনি । আইএসএলে মুম্বই এফসি সহকারী কোচের দায়িত্ব সামলেছেন । বাংলাদেশের বসুন্ধরা কিংসকে কোচিং করিয়েছেন । ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে সম্যক জ্ঞান থাকা এবং ভাষা সমস্যা কাটিয়ে ফুটবলারদের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা ব্রুজোর রয়েছে । তাঁকে সামনে রেখে আঁধার ঘোঁচাতে চাইছে শতাব্দীপ্রাচীন ক্লাব ৷

জামশেদপুরের কাছে হারের ফলে পয়েন্ট তালিকায় একই জায়গায় রইল ইস্টবেঙ্গল । 12 থেকে 13 নম্বরে নেমে গিয়েছিল তাঁরা ৷ অর্থাৎ লিগ টেবিলের তলানিতে লাল-হলুদ ৷ 4 ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি লাল-হলুদ ৷ অন্যদিকে, মহমেডানকে হারিয়ে 10 থেকে 4 নম্বরে উঠে এসেছে মোহনবাগান ৷ ফলে 19 অক্টোবর ডার্বির আগে দু’মেরুতে দুই প্রধান ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details