কলকাতা, 21 সেপ্টেম্বর:ঘরের মাঠে দুর্বল রভশন ক্লাবকে পেয়েও হারাতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট ৷ যা এসিএল-2'র শুরুতেই খানিকটা ব্য়াকফুটে ঠেলে দিয়েছে সবুজ-মেরুনকে ৷ দ্বিতীয় ম্য়াচের আগে সমস্য়া আরও তীব্র মোহনবাগান শিবিরে ৷ যদিও সমস্য়াটা এবার মাঠের বাইরের কারণে ৷ ভিসা সমস্যার কারণে ইরানের মাটিতে ট্র্যাক্টর এসসি'র বিরুদ্ধে সবুজ-মেরুনের বিদেশিদের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ যা চিন্তায় ফেলেছে ম্য়ানেজমেন্টকে ৷
আগামী 2 অক্টোবর ইরানের মাটিতে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের ম্য়াচ ট্র্যাক্টর এসসি'র বিরুদ্ধে ৷ কিন্তু ওই ম্যাচে বিদেশিদের ছাড়াই দল সাজাতে হতে পারে মোহনবাগানকে। এমনকী ইরানে যেতে না-পারার তালিকায় রয়েছেন খোদ হোসে মোলিনাও। দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস ,টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ; এমনকী নয়া বিদেশি নুনো রেইজের কেউই সম্ভবত যেতে পারছেন না ভিসা সংক্রান্ত সমস্যায়। ভারতের মাটিতে খেলতে আসা অধিকাংশ বিদেশি ফুটবলারদের ইরানে খেলতে যাওয়ার উপরে ভিসায় নিষেধাজ্ঞা থাকে। সেই কারণেই ইরানে গিয়ে ট্র্য়াক্টর এসসি-র বিরুদ্ধে খেলা হচ্ছে না বাগানের বিদেশিদের। এমনকী ভারতীয় ফুটবলারদের কতজন ওই দেশে খেলতে যেতে রাজি হবেন সেই ব্যাপারেও প্রশ্নচিহ্ন রয়েছে।