কলকাতা, 1 জানুয়ারি: লাল-হলুদ, সবুজ-মেরুনের পাশাপাশি এবার আইএসএলের মঞ্চ মাতাতে তৈরি ছিল সাদা-কালো শিবির ৷ 13 নম্বর দল হিসেবে মহামেডান স্পোর্টিং দেশীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলতে নেমে ‘ব্যর্থ’ ৷ আইএসএলে অভিষেক ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছেই হারতে হয়েছিল ৷ এবার বদলার ম্যাচে নামছে আন্দ্রে চের্নিশভের ছেলেরা ৷
9টি শট, 61 শতাংশ বল পজেশন ৷ আইএসএলের অভিষেক ম্যাচে একমাত্র ম্যাচের ফলাফলটাই মহমেডানের পক্ষে ছিল না ৷ ভালো খেলেও হারতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে ৷ তারপর থেকে পারফর্ম্যান্স কার্যত তলানিতে ৷ 13 ম্যাচে একটি জয় ও 9টি হারে লিগ টেবিলের শেষে কলকাতার তৃতীয় প্রধান ৷ ফলে ঘুরে দাঁড়াতে ফিরতি নর্থইস্ট ম্যাচকেই পাখির চোখ করেছে মহমেডান ৷
ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে নয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল মহমেডান স্পোর্টিং । গত মরশুমে দলের বেশিরভাগ ফুটবলারকে ধরে রাখার পাশাপাশি বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকেও নিয়েছিল তারা । যদিও এখনও ব্যর্থ হেডস্যর আন্দ্রে চের্নিশভের ছকে দেওয়া ব্লু-প্রিন্ট ৷