ETV Bharat / state

আইনটা পড়েছি, যাবজ্জীবনে প্যারোলে বেরিয়ে যায় ! ফাঁসির পক্ষে ফের সওয়াল মমতার - MAMATA BANERJEE IN MALDA

সরকারি সভা থেকে আরজি করের রায়ের বিরোধিতা মুখ্যমন্ত্রীর ৷ অপরাজিতা বিলকে দেশে মডেল হিসাবে তুলে ধরার দাবি করলেন তিনি ৷

ETV BHARAT
মালদায় মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 1:57 PM IST

মালদা, 21 জানুয়ারি: আরজি কর কাণ্ডে অপরাধী সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরদিনও বিচারকের রায় নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সরকারি সভা থেকেও এই রায়ের তীব্র বিরোধিতা করেছেন তিনি ৷ মনে করিয়ে দিয়েছেন, তিনি নিজেও একজন আইনজীবী ৷ ফলে আইন তিনিও জানেন ৷ এপ্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যের অপরাজিতা বিল গোটা দেশে মডেল করা হোক ৷

এদিন বেলা 11টা 35 মিনিটে সভাস্থলে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্যে উঠে আসে সঞ্জয় রায়ের সাজা প্রসঙ্গ ৷ আরজি কর ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি বলেছিলাম, আমরা ফাঁসি চাই ৷ যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে ? সমাজকে মানবিক করতে হবে ৷ মা-বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে ৷ আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে ৷ আমরা শাস্তি রেখেছি ৷ অ্যাসিডেও অনেক সময় মুখটুখ পুড়িয়ে দেয়, তার জন্যও আমরা শাস্তি রেখেছি ৷ আমাদের সেই বিল এখনও পাশ করায়নি কেন্দ্রীয় সরকার ৷ ফেলে রেখে দিয়েছে ৷ আমরা চাই, সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক ৷"

মুখ্যমন্ত্রীর সংযোজন, "যাবজ্জীবন মানেটা কী ? অনেক কেসে আমরা দেখেছি, দু’তিন বছরে বেরিয়ে গিয়েছে ৷ প্যারোলে বেরিয়ে যায় ৷ তাহলে অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেব ? কেন বলবে ? এই কেসটায় আমি সত্যি শকড্‌ ৷ আমি নিজেও একজন আইনজীবী ছিলাম ৷ আমি আইনটা পড়েছি ৷ কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের উপর, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম ৷ আইনটা আমি একটু একটু হলেও বুঝি ৷ আমি অনেকগুলো কোর্টে কেস করেছি ৷ টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে ৷ কী করে বলেন জাজমেন্ট ? ইট ইস নট দ্য রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস ! আমি মনে করি, ইয়েস, ইট ইস দ্য রেয়ার, সেনসেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম ৷"

তিনি আরও বলেন, "ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে ৷ সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয় ৷ আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা-বোনদের সম্মান রক্ষা করবেন ৷ বোনদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনওরকম অসংগতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন ৷ আশার মেয়েরা, আইসিডিএস-এর মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন ৷ আশার মেয়েদের জন্য, আইসিডিএস-এর মেয়েদের জন্য, আপনাদের হাতে কিছুদিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আশার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএস-এর জন্যও করা হবে ৷ আপনারা হাতে একটা করে ফোন পাবেন ৷ এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন ৷"

মঞ্চে এদিন কিছুটা ব্যতিক্রমী হিসাবেই দেখা গিয়েছে প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের ছবি ৷ নিজের বক্তব্যেও এদিন বাবলা প্রসঙ্গ টেনে এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ তিনি বলেন, "বাবলার অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব আমি চৈতালিকে দিয়েছি ৷"

মালদা, 21 জানুয়ারি: আরজি কর কাণ্ডে অপরাধী সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরদিনও বিচারকের রায় নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সরকারি সভা থেকেও এই রায়ের তীব্র বিরোধিতা করেছেন তিনি ৷ মনে করিয়ে দিয়েছেন, তিনি নিজেও একজন আইনজীবী ৷ ফলে আইন তিনিও জানেন ৷ এপ্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যের অপরাজিতা বিল গোটা দেশে মডেল করা হোক ৷

এদিন বেলা 11টা 35 মিনিটে সভাস্থলে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্যে উঠে আসে সঞ্জয় রায়ের সাজা প্রসঙ্গ ৷ আরজি কর ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি বলেছিলাম, আমরা ফাঁসি চাই ৷ যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে ? সমাজকে মানবিক করতে হবে ৷ মা-বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে ৷ আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে ৷ আমরা শাস্তি রেখেছি ৷ অ্যাসিডেও অনেক সময় মুখটুখ পুড়িয়ে দেয়, তার জন্যও আমরা শাস্তি রেখেছি ৷ আমাদের সেই বিল এখনও পাশ করায়নি কেন্দ্রীয় সরকার ৷ ফেলে রেখে দিয়েছে ৷ আমরা চাই, সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক ৷"

মুখ্যমন্ত্রীর সংযোজন, "যাবজ্জীবন মানেটা কী ? অনেক কেসে আমরা দেখেছি, দু’তিন বছরে বেরিয়ে গিয়েছে ৷ প্যারোলে বেরিয়ে যায় ৷ তাহলে অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেব ? কেন বলবে ? এই কেসটায় আমি সত্যি শকড্‌ ৷ আমি নিজেও একজন আইনজীবী ছিলাম ৷ আমি আইনটা পড়েছি ৷ কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের উপর, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম ৷ আইনটা আমি একটু একটু হলেও বুঝি ৷ আমি অনেকগুলো কোর্টে কেস করেছি ৷ টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে ৷ কী করে বলেন জাজমেন্ট ? ইট ইস নট দ্য রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস ! আমি মনে করি, ইয়েস, ইট ইস দ্য রেয়ার, সেনসেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম ৷"

তিনি আরও বলেন, "ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে ৷ সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয় ৷ আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা-বোনদের সম্মান রক্ষা করবেন ৷ বোনদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনওরকম অসংগতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন ৷ আশার মেয়েরা, আইসিডিএস-এর মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন ৷ আশার মেয়েদের জন্য, আইসিডিএস-এর মেয়েদের জন্য, আপনাদের হাতে কিছুদিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আশার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএস-এর জন্যও করা হবে ৷ আপনারা হাতে একটা করে ফোন পাবেন ৷ এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন ৷"

মঞ্চে এদিন কিছুটা ব্যতিক্রমী হিসাবেই দেখা গিয়েছে প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের ছবি ৷ নিজের বক্তব্যেও এদিন বাবলা প্রসঙ্গ টেনে এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ তিনি বলেন, "বাবলার অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব আমি চৈতালিকে দিয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.