গরিয়াবাঁধ, 21 জানুয়ারি: ওড়িশা-ছত্তিশগড় সীমানায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীর সংঘর্ষ ৷ খতম 14 জন ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এনকাউন্টারে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতিরও মৃত্যু হয়েছে ৷ একাধিক মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে তার মাথার দাম এক কোটি টাকা ধার্য করা হয়েছিল ৷
চলতি বছরে মাওবাদীদের বিরুদ্ধে এনকাউন্টারের ঘটনাটি সবচেয়ে বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "মাওবাদীমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য ৷ ওড়িশা-ছত্তিশগড় সীমানা এলাকায় যৌথ অভিযানে 14 জন মাওবাদীকে নিষ্ক্রিয় করতে সফল হয়েছে সিআরপিএফ, এসওজি ওড়িশা ও ছত্তিশগড় পুলিশ ৷ আমাদের যৌথবাহিনীর প্রচেষ্টায় মাওবাদীদের তাদের শেষ নিঃশ্বাস নিচ্ছে ৷"
Another mighty blow to Naxalism. Our security forces achieved major success towards building a Naxal-free Bharat. The CRPF, SoG Odisha, and Chhattisgarh Police neutralised 14 Naxalites in a joint operation along the Odisha-Chhattisgarh border. With our resolve for a Naxal-free…
— Amit Shah (@AmitShah) January 21, 2025
এনকাউন্টার প্রসঙ্গে নিরাপত্তাবাহিনীর শীর্ষ আধিকারিক জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় গরিয়াবাঁধের জঙ্গলে অভিযান চালায় সিআরপিএফ, এসওজি ওড়িশা ও ছত্তিশগড় পুলিশের যৌথবাহিনী ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা মাওবাদীরা ৷ জবাবে পাল্টা গুলি চালান জওয়ানরা ৷
দীর্ঘ সংঘর্ষের পর সোমবার সন্ধ্যায় জঙ্গলের ভিতর থেকে 2 জন মহিলা মাওবাদীর দেহ উদ্ধার করা হয় ৷ সেই সঙ্গে, মাওবাদীদের হামলায় আহত হন কোবরা (CoBRA) বাহিনীর এক জওয়ান ৷ মৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ মাওবাদীদের মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিক ৷
এনকাউন্টারের ঘটনাটি নিশ্চিত করে গরিয়াবাঁধের পুলিশ সুপার নিখিল রখেচা জানান, মেনপুর থানার অন্তর্গত জঙ্গল এলাকায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ বাধে ৷ তিনি বলনে, "সোমবার সন্ধ্যায় গুলির লড়াই থামার পর প্রথমে 2 জনের দেহ উদ্ধার হয় ৷ মঙ্গলবার সকালে আরও 12 জনের দেহ উদ্ধার করে নিরাপত্তাবাহিনী ৷ মৃতদের শনাক্তকরণের কাজ সম্পন্ন হয়েছে ৷"