কলকাতা, 27 নভেম্বর: বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রস্তুত অ্যালেক্সিসরা । প্রতিপক্ষকে সমীহ করলেও চ্যালেঞ্জ ছুঁড়ছেন আন্দ্রে চের্নিশভ । আইএসএলে আশা জাগিয়ে ছন্দ হারানো সমর্থকদের হতাশ করেছে । চের্নিশভ বলছেন, তাঁদের নিয়ে লেখা বন্ধ করার সময় আসেনি । জোরালো প্রত্যাবর্তনের তাল ঠুকতে বুধসন্ধ্যার ম্যাচকেই বেছে নিচ্ছে কলকাতার তৃতীয় প্রধান ।
সময় যত গড়াচ্ছে ততই বিবর্ণ হচ্ছে মহমেডান স্পোর্টিং । প্রথম তিনটি ম্যাচের দাপুটে ফুটবল আর নেই । বরং সাদা-কালো ব্রিগেডের খেলা ধরা পড়ে যাচ্ছে । মাঝের বিরতিতে দলের রোগ সারাতে ব্যস্ত ছিলেন কোচ আন্দ্রে চের্নিশভ । কিশোরভারতী স্টেডিয়ামে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামার আগে দলকে জয়ের পথে ফেরানোর চ্যালেঞ্জ চের্নিশভের ।
পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গলের ওপরে মহমেডান স্পোর্টিং । টানা হার সঙ্গী। এমনকি প্রতিপক্ষকে ন’জনে পেয়েও হারাতে পারেনি । আক্রমণ এবং রক্ষণের এই বেহাল অবস্থা সমালোচনার মুখে । চের্নিশভ বলছেন, তাঁর এবং দলের ওপর কোনও চাপ নেই । প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে জেনেও মরিয়া মনোভাব সাদা-কালো সাজঘরে । ফুটবলাররাও পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে নিঙড়ে দিতে তৈরি ।
দেশ থেকে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন অ্যালেক্সিস গোমেজ । ইস্টবেঙ্গল ম্যাচে খেলেই স্ত্রী সন্তানসম্ভবা থাকায় দেশে ফিরে গিয়েছিলেন । দিনকয়েক আগে মহামেডান অনুশীলন শুরু করলেও অ্যালেক্সিস ছিলেন না ৷ রবিবারই ফিরেছেন কলকাতায় । বেশ কয়েকদিন দলের সঙ্গে অনুশীলনে না-থাকলেও এদিন নজর কেড়েছেন বিদেশি ফুটবলারটি । সেটপিস ও ফ্রি-কিক অনুশীলনের উপর জোর দিয়েছিলেন চের্নিশভ। ফ্রি-কিক থেকে বেশ কয়েকটি গোলও করলেন ।