মুম্বই, 22 ফেব্রুয়ারি: বিশ্বকাপ পরবর্তী সময় জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে ৷ এবার গোড়ালির চোট আসন্ন আইপিএল থেকেও ছিটকে দিল মহম্মদ শামিকে ৷ বিসিসিআইয়ের এক সূত্রের দাবি, শীঘ্রই ব্রিটেনে গোড়ালির অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হবে উত্তরপ্রদেশ পেসারকে ৷ ফলত কোটিপতি লিগের সপ্তদশ সংস্করণে দেখা যাবে না তাঁকে ৷
বিসিসিআইয়ের সূত্রটির দাবি, জানুয়ারির শেষ সপ্তাহে চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন শামি ৷ সেখানে তাঁকে বেশ কিছু ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ৷ একইসঙ্গে গুজরাত টাইটান্স পেসারকে সপ্তাহতিনেক পর থেকে হালকা দৌড় শুরু করার পরামর্শ দেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই ইঞ্জেকশন একেবারেই কাজে না-আসায় বর্তমানে অস্ত্রোপচার ছাড়া গতি নেই শামির ৷ বিসিসিআইয়ের সূত্রটি জানিয়েছে, শামি শীঘ্রই ফের ব্রিটেনে উড়ে যাবেন ৷ তাই আইপিএলে অংশগ্রহণের কোনও প্রশ্নই নেই ৷
চ্যাম্পিয়ন হতে না-পারলেও ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান সবমিলিয়ে খুব খারাপ ছিল না ভারতের ৷ আর প্রতিযোগিতায় 24টি উইকেট নিয়ে ভারতের পেস বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শামি ৷ উল্লেখ্য, বিশ্বকাপের সময়ও গোড়ালির সমস্যায় ভুগছিলেন ডানহাতি পেসার ৷ তাঁর ল্যান্ডিংয়ে সমস্য়া হচ্ছিল ৷ যদিও পারফরম্যান্সে তার প্রভাব পড়তে দেননি শামি ৷ 229টি টেস্ট উইকেট, 195টি ওডিআই, 24টি টি20 উইকেটের মালিক সম্প্রতি ভারতীয় ক্রীড়াক্ষেত্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন শামি ৷
যদিও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্পিডস্টারের এই রিহ্যাব প্রক্রিয়া ঘিরে জটিলতা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিয়েছে ৷ মনে করা হচ্ছে, আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কোনওভাবেই বাইশ গজে ফেরা সম্ভব নয় ৷
আরও পড়ুন:
- রাঁচির পিচ দেখে হতবাক বেন স্টোকস, কী বললেন ব্রিটিশ অধিনায়ক
- উরির সেনা ছাউনিতে সচিন, জওয়ানদের সঙ্গে খোশমেজাজে ক্রিকেট খেললেন মাস্টার ব্লাস্টার