মুম্বই, 11 জানুয়ারি: জল্পনার অবসান ৷ 14 মাস পর ভারতীয় দলে ফিরলেন মহম্মদ শামি ৷ শনিবার সন্ধেয় ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন পাঁচম্যাচের টি-20 সিরিজের জন্য দলঘোষণা করল বিসিসিআই ৷ যেখানে প্রত্যাবর্তন হল ডানহাতি পেসারের ৷ 2023 বিশ্বকাপ ফাইনালের পর ফের নীল জার্সিতে দেখা যাবে বাংলা পেসারকে ৷ ঘোষিত স্কোয়াডে চমক অবশ্যই সহ-অধিনায়কের ঘোষণা ৷ হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়া হলেও সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে সিরিজের জন্য ৷
এদিন সন্ধেয় বোর্ডের যুগ্ম-সচিব দেবজিৎ সাইকিয়া আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেন ৷ পাঁচ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি আগামী 22 জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে ৷ উল্লেখ্য, ফিটনেস ইস্যুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্লিয়ারেন্স পেয়ে যাওয়ায় শামির দলে ফেরা ছিল সময়ের অপেক্ষা ৷ বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে ক্রমেই নিজেকে ম্যাচ ফিট করে তুলেছেন গত বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি ৷ স্কোয়াড ঘোষণার সঙ্গে এদিন সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল ৷ এছাড়া ঘোষিত স্কোয়াডে সেই অর্থে কোনও চমক নেই ৷
শামির সঙ্গে শক্তিশালী ইংরেজ ব্যাটিং লাইন-আপের বিরুদ্ধে পেস বিভাগে রয়েছেন হর্ষিত রানা ও আর্শদীপ সিং ৷ তবে স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্ত ও টপ-অর্ডার ব্যাটার শুভমন গিলকে রাখা হয়নি স্কোয়াডে ৷ তাঁদেরকে ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছে ৷ সঞ্জু স্যামসনের পাশাপাশি দ্বিতীয় স্টাম্পার-ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল ৷ অজিত আগরকর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের আস্থা কুড়িয়ে দলে জায়গা করে নিয়েছেন বাঁ-হাতি মারকুটে ব্যাটার তিলক বর্মাও ৷
আগামী মাসে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে বিশ্রামে রাখা হয়েছে জসপ্রীত বুমরাকেও ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে পিঠের ব্যথায় কাহিল টেস্টের সহ-অধিনায়ককে যে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে বিশ্রামে রাখা হবে, তা জানাই ছিল ৷ খুব শীঘ্রই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই ৷ এখন নজর সেদিকেই ৷