কলকাতা, 14 মার্চ:ঘরের মাঠে ইংরেজদের টেস্ট সিরিজে ল্য়াজে-গোবরে করার পর আইপিএল বৃত্তে প্রবেশ করছে ভারতীয় ক্রিকেট ৷ প্রথমসারির ক্রিকেটারদের ছাড়া ফ্র্যাঞ্চাইজি দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে আগেই ৷ 22 মার্চ টুর্নামেন্ট শুরুর আগে এবার চূড়ান্ত প্রস্তুতির পালা ৷ অন্যথা নয় কলকাতা নাইট রাইডার্সও ৷ 23 মার্চ প্রথম ম্যাচে নামার আগে শুক্রবার থেকে চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে চূড়ান্ত প্রস্তুতি শুরু হচ্ছে দু'বারের চ্যাম্পিয়নদের ৷ তার আগে বৃহস্পতিবার শহরে চলে আসছেন নাইটদের নয়া মেন্টর গৌতম গম্ভীর ৷
পুরনো দলে নতুন ভূমিকায় গম্ভীরকে দেখতে মুখিয়ে পার্পল ব্রিগেডের অনুরাগীরা। গম্ভীর নিজেও যে নতুন চ্যালেঞ্জের বিষয়ে কতোটা অঙ্গীকারবদ্ধ, সেটা তাঁর সাম্প্রতিক কাজেই প্রমাণিত ৷ সম্প্রতি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে আসন্ন লোকসভা নির্বাচনের দায়িত্ব-কর্তব্য থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন পূর্ব দিল্লির সাংসদ ৷ অধিনায়ক হিসেবে তিলোত্তমার দলকে আইপিএল ট্রফি দেওয়া গম্ভীরের মেন্টর হিসেবেও লক্ষ্য একই ৷ লখনউ সুপার জায়ান্টের ডাগ-আউট থেকে তাঁকে ফিরিয়ে এনেছে নাইট ম্যানেজমেন্ট। আর বৃহস্পতিবার সন্ধেয় কলকাতায় পা রাখছেন নাইটদের প্রাক্তন 'ডাকাবুকো' অধিনায়ক।