পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

একান্তে দুই পদকজয়ী, মনুর মা'য়ের সঙ্গে বাক্যালাপ নীরজের; দু'য়ে দু'য়ে চার করছে নেটপাড়া - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

MANU MEETS NEERAJ IN PARIS: নীরজের সঙ্গে মনু ভাকেরের মায়ের বাক্যালাপের একটি ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷ ভাইরাল হয়েছে মনু ও নীরজের একান্তে কথা বলার ভিডিয়োও ৷ যা দেখেশুনে নেটপাড়ায় গুঞ্জন, তাহলে কি ...?

MANU MEETS NEERAJ IN PARIS
নীরজ চোপড়া ও মনু ভাকের (GETTY IMAGE)

By ETV Bharat Sports Team

Published : Aug 12, 2024, 5:59 PM IST

Updated : Aug 12, 2024, 6:18 PM IST

প্য়ারিস, 12 অগস্ট: একজনের ঝুলিতে জোড়া মেডেল ৷ আরেকজনের ঝুলিতে টানা দ্বিতীয় অলিম্পিক্স পদক ৷ নীরজ সেনসেশন ছিলেন আগে থেকেই ৷ প্যারিস গেমসের পর ভারতের খেলাধূলার জগতে নয়া সেনসেশনের নাম মনু ভাকের ৷ গেমসের শেষদিন ভালোবাসার শহরে একান্তে বাক্যালাপ করতে দেখা গিয়েছে মনু ভাকের ও নীরজ চোপড়াকে ৷ যে ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে ৷

সেখানেই শেষ নয় ৷ আরেকটি ভিডিয়ো সোশালে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, মনু ভাকেরের মা সুমেধা ভাকের দিব্যি খাওয়ানোর কায়দায় নীরজের হাত নিজের মাথায় দিয়ে কিছু একটা বলিয়ে নিচ্ছেন ৷ জোড়া ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা গন্ধ পেয়েছেন অন্য কিছুর ৷ দু'য়ে দু'য়ে চার করে নেটিজেনরা প্রশ্নের সুরে বলতে শুরু করেছেন, প্রেমের শহরেই কি তাহলে মন দেওয়া-নেওয়াটা সেরে ফেললেন দুই পদকজয়ী ৷

তবে মনু ও নীরজের মধ্যে একান্তে কথা বলার চেয়েও বেশি করে চর্চায় এসেছে মনুর মা সুমেধা ভাকেরের নীরজ-সাক্ষাৎ ৷ ভিডিয়ো দেখেই পরিষ্কার নিজের মাথায় নীরজের হাত রেখে জ্যাভলিন থ্রোয়ারকে দিয়ে কিছু একটা বলিয়ে নিচ্ছেন কিছু একটা ৷ কিন্তু কী বলিয়ে নিচ্ছেন? উত্তর খুঁজছেন নেটিজেনরা ৷ আর উত্তর না পেয়ে নিজেদের মতই উত্তর খুঁজে নিজের নেটপাড়ার বাসিন্দা ৷ কেউ যেমন লিখলেন,"একটা পদকে মা এবং মেয়ে দু'জনেরই মন ছুঁয়ে গিয়েছে নীরজ ৷" কেউ আবার লিখেছেন, "জামাইয়ের খোঁজে ৷"

সে যাইহোক, প্যারিসে মনু এবং নীরজের এই একান্ত সাক্ষাৎ 13 দিনের ব্যস্ত সূচির পর যেন একটুখানি মুক্ত বাতাস ৷ ফাগুন হাওয়ায় দু'য়ের প্রাণ নেটিজেনদের 'সন্দেহ' সত্যি করে আপনহারা কি না, তা সময় বলবে ৷ তবে ভারতে খেলাধূলার জগতে এই ছবি সাম্প্রতিক সময়ের সেরা বিজ্ঞাপন ৷

Last Updated : Aug 12, 2024, 6:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details