পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'পরিশ্রমের ফল পেল মেয়েটা', ইটিভি ভারতে অলিম্পিক্সে পদকজয়ী মনুর বাবা - Paris Olympics 2024

Manu Bhaker's Father Reactions in ETV Bharat: হোক না ব্রোঞ্জ, প্রথম মহিলা শুটার হিসেবে পদক জেতার কৃতিত্ব মনু ভাকেরকে 'গোল্ডেন গার্লে'র তকমা নিয়ে এনে দিল। একটা সময় খেলা ছেড়ে দেবেন ভেবেছিলেন ৷ 25 দিন পিস্তল পর্যন্ত ছুঁয়ে দেখেননি 2024 প্যারিস অলিম্পিক্সের প্রথম পদকজয়ী মনু ভাকের ৷ সেই জায়গা থেকে রবিবার পোডিয়ামে দাঁড়ানো, কেমন ছিল জার্নিটা ? মনুর বাবা জানালেন সবটা ৷

Manu Bhaker's Father Reactions in ETV Bharat
অলিম্পিক্সে পদকজয়ী মনুর বাবা (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 10:04 PM IST

Updated : Jul 28, 2024, 10:42 PM IST

পদকজয়ী মনু ভাকেরের বাবার বক্তব্য (ETV Bharat)

কলকাতা, 28 জুলাই:হতাশার অন্ধকার থেকে পদকের আলোয় মনু ভাকের। শুটারের হাত ধরেই ভারত এবারে প্রথম পদকের মুখ দেখল ৷ সেইসঙ্গে ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স থেকে পদক পেয়ে ইতিহাস লিখলেন মনু ৷ মেয়ের এই সাফল্যে বাবা রাম কিষাণ কী বলছেন ? ইটিভি ভারতকে মনুর ওঠাপড়া থেকে সাফল্য জানালেন সবটা ৷

3 বছর আগে অলিম্পিক্সের আসরে যান্ত্রিক ত্রুটিতে অংশ নিতে পারেননি ৷ টোকিয়োতে গিয়েও ইভেন্ট নামতে না-পারার দুঃখে এতটাই ভেঙে পড়েছিলেন যে পরবর্তী 25 দিন বন্দুক পর্যন্ত ধরেননি। তারপর ধীরে ধীরে ধাতস্থ হয়ে শুরু হয়েছিল ফিরে আসার লড়াই। শুটারদের হাত ধরে প্যারিস অলিম্পিক্সে আলো পৌঁছল ভারতীয় শিবিরে। হোক না ব্রোঞ্জ, প্রথম মহিলা শুটার হিসেবে পদক জেতার কৃতিত্ব মনু ভাকেরকে 'গোল্ডেন গার্লে'র তকমা নিয়ে এনে দিল।

এক সময় যে খেলাকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন হরিয়ানার বছর একুশের যুবতী ৷ সেই খেলাতেই তিনি রবিবারের প্যারিসে পোডিয়ামে দাঁড়িয়ে। 18 বছর বয়সে প্রথম অলিম্পিক্সে অংশ নিয়ে যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থতার ধাক্কা। এরপর ফিরে আসার লড়াই। সেই লড়াইয়ের ফসল যে বৃথা যায়নি, তা মনুর সাফল্যের তালিকায় চোখ রাখলেই বোঝা যায়।

  • মনু ভাকেরের পদক তালিকা-

2022 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে কায়রোতে রুপো জেতেন

একই বছরে হ্যাংঝাউয়ে এশিয়ান গেমসে সোনা জেতেন

2023 সালে বাকুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন

এই তিনবারই 25 মিটার ইভেন্টে নেমেছিল আর এবারের অলিম্পিক্সে 10 মিটার

  • পরিশ্রমের শেষে সাফল্যের সোনালি আলো। মনু ভাকেরের বাবা রাম কিষাণ ভাকের মেয়ের সাফল্যের জন্য অভিনন্দনের বন্যায় ভাসছেন। ফোন বেজেই চলেছে। তারই মধ্যে ইটিভি ভারতকে বলেন, "আজ শুধু আমার নয় পুরো দেশের আনন্দের দিন।" 3 বছর আগের ব্যর্থতার সময় ভেঙে পড়া মেয়েকে সামলেছিলেন। সেই সময় মেয়েকে ঘুরে দাঁড়াতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন তিনিই, তা মানছেন রাম কিষাণ ভাকের।
  • অলিম্পিক্স পদকজয়ীর বাবা ইটিভি ভারতে বললেন, "আমরা সকলের কাছে কৃতজ্ঞ যেভাবে তাঁরা পাশে দাঁড়িয়েছিলেন কঠিন সময়ে। তাই সকলকে অভিনন্দন। তবে একটা জিনিস, পরিশ্রম করলে সাফল্য পাওয়া যায় তা প্রমাণিত। আর তার স্বাদ যে মিষ্টি তা দেখা গেল।"
  • প্যারিস যাওয়ার আগে মেয়ে পরিবারের কাছে কোনও প্রতিশ্রুতি দিয়ে তিনি। তবে বাবা হিসেবে বুঝতে পেরেছিলেন, সফল হওয়ার চোয়ালচাপা খিদে মনু ভাকেরর মধ্যে রয়েছে। প্যারিসে পদক জয়ের পরে আনন্দ এলাকাজুড়েই চলছে।

মনু ভাকেরকে নিয়ে বিস্তারিত-হরিয়ানার ঝাজ্জারের বাসিন্দা তিনি ৷ শুটার মনু প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক মেয়ে ৷ 2002 সালের 18 ফেব্রুয়ারি ঝাজ্জারে তাঁর জন্ম হয় ৷ তাঁর বাবা রাম কিষাণ ভাকের মার্চেন্ট নেভিতে কর্মরত। বাবা রাম কিষাণই তাঁকে 'লক্ষ্যভেদে'র জগতে নিয়ে আসেন ৷ তাঁর কোচ ছিলেন যশপাল রানা ৷ শুটিংয়ের আগে, মনু ক্যারাটে, স্কেটিং, সাঁতার এবং টেনিসেও নিজের পারফরম্যান্স তুলে ধরেছেন ৷ মনুর কাছে রয়েছে ক্যারাটের জাতীয় পদকও । স্কেটিংয়েও রাজ্য থেকে পদক জিতেছেন তিনি । স্কুলে তিনি সাঁতার ও টেনিসেও ভালো দক্ষ ছিলেন ৷

পিস্তলে ব্রোঞ্জ বিঁধলেন মনু, প্যারিসে ভারতের প্রথম পদক এল শুটিংয়ে

Last Updated : Jul 28, 2024, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details