নয়াদিল্লি, 12 অক্টোবর: জোড়া অলিম্পিক্স পদক জিতে দেশের স্পোর্টস আইকন তো হয়েছেনই, পাশাপাশি মনু ভাকের এখন দেশের জেন জেডের কাছে স্টাইল আইকনও বটে ৷ সম্প্রতি দিল্লিতে ল্যাকমে ফ্যাশন উইকে ঝড় তুললেন দেশের শুটিং সেনসেশন ৷ ব্ল্যাক বডি ফিটেড মিডি ড্রেসে নেটপাড়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু 'হরিয়ানা গার্ল' ৷ শুটিং রেঞ্জের মতই ব়্যাম্প আত্মপ্রকাশেও আত্মবিশ্বাস যেন ঠিকরে বের হল মনুর শরীরী ভাষায় ৷ আর ব়্যাম্প ওয়াকের মাঝে তাঁর পরিচিত এয়ার গান ভঙ্গিমা যেন চেরি অন দ্য টপ ৷
সম্প্রতি দেশের রাজধানীতে ল্যাকমে ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে আত্মপ্রকাশ করলেন প্য়ারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ৷ নামী এক জামাকাপড়ের ব্র্যান্ডের হয়ে জনপ্রিয় এই ফ্যাশন উইকে প্রথমবার ব়্যাম্প ওয়াক করলেন মনু ৷ তবে দেখে বোঝার উপায় নেই তা ৷ মনু হাঁটলেন অভিজ্ঞদের মতই ৷ ব্ল্যাক বডি ফিটেড মিডি ড্রেসের সঙ্গে গলায় নিয়ন রঙের জাম্পার মনুর লুকে বাড়তি মাত্রা যোগ করে ৷