পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শুটার টু শো-স্টপার, ল্যাকমে ফ্যাশন উইকে মনুর ব়্যাম্প ওয়াকে হাঁ নেটপাড়া; দেখুন ভিডিয়ো - MANU BHAKER

গত সপ্তাহে আটপৌঢ়ে শাড়িতে সেজে কলকাতায় পুজো উদ্বোধন করেছিলেন মনু ভাকের ৷ ল্য়াকমে ফ্য়াশন উইকে আবির্ভাবে সেই মনুকে দেখেই তাজ্জব নেটাগরিকরা ৷

MANU BHAKER AT LAKME FASHION WEEK
ল্যাকমে ফ্যাশন উইকে মনু (LAKME FASHION WEEK INSTA SCREENGRAB)

By ETV Bharat Sports Team

Published : Oct 12, 2024, 4:03 PM IST

নয়াদিল্লি, 12 অক্টোবর: জোড়া অলিম্পিক্স পদক জিতে দেশের স্পোর্টস আইকন তো হয়েছেনই, পাশাপাশি মনু ভাকের এখন দেশের জেন জেডের কাছে স্টাইল আইকনও বটে ৷ সম্প্রতি দিল্লিতে ল্যাকমে ফ্যাশন উইকে ঝড় তুললেন দেশের শুটিং সেনসেশন ৷ ব্ল্যাক বডি ফিটেড মিডি ড্রেসে নেটপাড়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু 'হরিয়ানা গার্ল' ৷ শুটিং রেঞ্জের মতই ব়্যাম্প আত্মপ্রকাশেও আত্মবিশ্বাস যেন ঠিকরে বের হল মনুর শরীরী ভাষায় ৷ আর ব়্যাম্প ওয়াকের মাঝে তাঁর পরিচিত এয়ার গান ভঙ্গিমা যেন চেরি অন দ্য টপ ৷

সম্প্রতি দেশের রাজধানীতে ল্যাকমে ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে আত্মপ্রকাশ করলেন প্য়ারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ৷ নামী এক জামাকাপড়ের ব্র্যান্ডের হয়ে জনপ্রিয় এই ফ্যাশন উইকে প্রথমবার ব়্যাম্প ওয়াক করলেন মনু ৷ তবে দেখে বোঝার উপায় নেই তা ৷ মনু হাঁটলেন অভিজ্ঞদের মতই ৷ ব্ল্যাক বডি ফিটেড মিডি ড্রেসের সঙ্গে গলায় নিয়ন রঙের জাম্পার মনুর লুকে বাড়তি মাত্রা যোগ করে ৷

খোলা চুলেই ব়্যাম্পে হাঁটেন অলিম্পিক্স পদকজয়ী ৷ পায়ে ছিল হিল তোলা কালো জুতো এবং কানে ছিল সোনালি রিং ৷ সবমিলিয়ে ফ্যাশন উইকে মনুর আবির্ভাবে মুগ্ধ নেটপাড়া ৷ ইনস্টাগ্রামে ব়্যাম্প ওয়াকের ভিডিয়ো পোস্ট করে মনু লেখেন, "লকড, লোডেড অ্যান্ড রানওয়ে ৷ এম অ্য়ান্ড এসের বিগ অটাম এনার্জির সঙ্গে আমি প্রস্তুত ৷" ঝাজ্জর শুটারের ব়্যাম্প ওয়াকের ভিডিয়ো পোস্ট করা হয়েছে ল্য়াকমে ফ্য়াশন উইকের তরফেও ৷

প্য়ারিস অলিম্পিক্সে 10 মিটার এয়ার পিস্তলের সিঙ্গলস এবং মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু ভাকের ৷ একই অলিম্পিক্সে জোড়া পদকজয়ী অ্য়াথলিট হিসেব নজির গড়েন হরিয়ানার মেয়ে ৷ তারপর থেকেই মনুর জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুুখী ৷

ABOUT THE AUTHOR

...view details