লন্ডন, 24 অগস্ট:ঘরের মাঠে ফুলহ্য়ামের বিরুদ্ধে প্রথম ম্য়াচ জিতলেও ইংলিশ প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্য়াচেই মুখ থুবড়ে পড়ল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ৷ অ্য়াওয়ে ম্য়াচে শনিবার এরিক টেন হ্য়াগের দল ব্রিটনের কাছে হেরে বসল 1-2 গোলে ৷ সংযুক্তি সময়ে গোল করে হোম টিমকে জেতালেন জোয়াও পেদ্রো ৷ তবে এদিন প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ব্রিটনের হয়ে গোল করলেন ড্য়ানি ওয়েলবেক ৷
প্রায় দশ বছর আগে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়েছেন ওয়েলবেক ৷ এরপর আর্সেলান, ওয়াটফোর্ড ঘুরে 2020 সালে ব্রিটনে নাম লেখান ওয়েলবেক ৷ সেই ব্রিটিশ ফুটবলারের গোলেই এদিন 32 মিনিটে ম্যাচে এগিয়ে যায় ম্যান ইউয়ের প্রতিপক্ষ ৷ মিতোমার অ্যাসিস্ট থেকে গোল করে ব্রিটনকে এগিয়ে দেন রেড ডেভিলসের হয়ে একদা 92 ম্য়াচ খেলা ফুটবলার ৷ প্রথমার্ধে ওয়েলব্যাকের গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে হোম টিম ৷