বেঙ্গালুরু, 3 এপ্রিল: ম্যাচের ভাগ্য খানিক লিখে দিয়ে গিয়েছিলেন কুইন্টন ডি'কক ৷ সেটারই উপসংহার লিখলেন ময়াঙ্ক যাদব৷ বাইশ গজে এদিনও আগুন ঝরালেন লখনউয়ের তরুণ পেসার ৷ যার দাপটে ছারখার হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 182 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 153 রানেই গুটিয়ে গেল ফ্র্যাঞ্চাইজি লিগের চোকার্স ৷ 28 রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবলের চারে উঠে এল সঞ্জীব গোয়েঙ্কার দল ৷
কুড়ি-বিশের ফর্ম্যাটে 181 রানের লক্ষ্যমাত্রা কখনই স্বস্তির নয় ৷ তার উপর শুরুটা ভালোই করেছিলেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু'প্লেসি ৷ প্রয়োজনের চেয়ে বেশি রান উঠছিল প্রতি ওভারে ৷ সেখানেই প্রথম আঘাত হানেন এম সিদ্ধার্থ ৷ প্রাক্তন নাইট বোলারকে মাঠের বাইরে ফেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন কোহলি ৷ 16 বলে 22 করেন কোহলি ৷ রানমেশিন ক্রিজ ছাড়তে না-ছাড়তেই রানআউট হয়ে যান ডু'প্লেসি ৷ দেবদূত পাড্ডিকলের জোরালো থ্রো আরসিবি ক্যাপ্টেনের উইকেট ছিটকে দেয় ৷ প্রোটিয়া ব্যাটারের অবদান 13 বলে 19 রান ৷