হায়দরাবাদ, 26 অক্টোবর: দু'দলের 69 বছরের দ্বৈরথের ইতিহাসে প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড ৷ সেইসঙ্গে দ্বিতীয়বার ডব্লিউটিসি ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার আশা জিইয়ে রাখল 'ব্ল্যাক ক্যাপস' ৷ অন্যদিকে টানা দুই ম্যাচ হারের পর ডব্লিউটিসি পয়েন্ট টেবলে শীর্ষস্থান ধরে রাখলেও ভারতের পজিশন টলমল ৷
কিউয়িদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে 74% জয় নিয়ে শীর্ষে ছিল ভারত ৷ অনেকটাই পিছিয়ে ছিল দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়া ৷ পুণে টেস্টে 113 রানে বিধ্বস্ত হওয়ার পর অবস্থান শীর্ষে থাকলেও ভারতের জয়ের শতকরা হার কমে দাঁড়িয়েছে 62.82% ৷ দ্বিতীয়স্থানে থাকে অস্ট্রেলিয়ার (62.50%) তুলনায় এখন সামান্যই এগিয়ে টিম ইন্ডিয়া ৷ 13 ম্য়াচে রোহিতব্রিগেডের ঝুলিতে 98 পয়েন্ট ৷ অন্যদিকে 12 ম্য়াচে অস্ট্রেলিয়ার পয়েন্ট 90 ৷ সবমিলিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারতের আসন যে নড়বড়ে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ ভারতের সঙ্গেই ফাইনালে প্রবেশের দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ৷ ভারত চাইবে কারও দিকে না-তাকিয়ে ফাইনালে প্রবেশ করতে ৷ সেক্ষেত্রে চলতি ডব্লিউটিসি চক্রে বাঁকি ছ'টি টেস্টের মধ্যে পাঁচটি টেস্ট জিততে হবে টিম ইন্ডিয়াকে এবং একটি বড়জোড় ড্র করতে পারে তাঁরা ৷ সেক্ষেত্রে 71.05 জয়ের হার নিয়ে ফাইনালে প্রবেশ করবে রোহিতব্রিগেড ৷
বাকি ছ'টি ম্যাচের দু'টিতে জিতলেও ভারতের সামনে 2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ থাকছে ৷ তবে সেক্ষেত্রে অন্যান্যদের দিকে চেয়ে থাকা ছাড়া গতি নেই ভারতীয় দলের ৷ শতকরা 60 ভাগ জয় বজায় রাখতে অবশ্য সেক্ষেত্রে বাকি চার ম্য়াচ ড্র করতে হবে গত দু'বারের রানার্সদের ৷ ন'ম্যাচ পর 55.56% জয় নিয়ে পয়েন্ট টেবলে তিনে শ্রীলঙ্কা ৷ বাকি চার ম্যাচের সবক'টি জিতলে এবং ভারত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হারালে ফাইনালে প্রবেশের সুযোগ থাকছ দ্বীপরাষ্ট্রের কাছেও ৷
ডব্লিউটিসি পয়েন্ট টেবল (ICC WEBSITE SCREENGRAB) তবে এই পরিস্থিতি থেকে ফাইনালে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগ রয়েছে প্রোটিয়াদের কাছে ৷ বাংলাদেশকে প্রথম টেস্টে ইতিমধ্যেই হারিয়েছে তাঁরা ৷ বাকি আরও একটি ম্যাচ ৷ এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে তাঁরা ৷ সবক'টি ম্য়াচ জিতলে ভারতের ফাইনালে প্রবেশের পথে কোপ পড়তে পারে ৷ অন্যদিকে বাকি সাত ম্যাচের মধ্যে চারটি জিতলে ফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া ৷