পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মেসির ইন্টার মিয়ামিকে 6 গোলের মালা পরাল রোনাল্ডোহীন আল-নাসের - Riyadh Season Cup

Al-Nassr vs Inter Miami in Riyadh Season Cup: রিয়াদ সিজন কাপে ইন্টার মিয়ামিকে হাফ ডজন গোল দিল সৌদি ফুটবল লিগের ক্লাব আল-নাসের ৷ তাও আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই ৷ তিনি গ্যালারি থেকেই পুরো ম্যাচ উপভোগ করলেন ৷ হ্যাটট্রিক করলেন অ্যান্ডারসন তালিস্কা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 1:18 PM IST

রিয়াদ, 2 ফেব্রুয়ারি: রিয়াদ সিজন কাপে ফের একবার মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ দেখার প্রত্যাশায় ছিল বিশ্বফুটবল ৷ কিন্তু, সেটা আশাই রয়ে গেল ৷ গ্যালারি থেকে ম্যাচ উপভোগ করলেন সিআর সেভেন ৷ অন্যদিকে, আশাহত হলেন লিওনেল মেসির অনুরাগীরাও ৷ মাত্র সাত মিনিটের জন্য মাঠে নামলেন তিনি ৷ সৌদির ক্লাবের বিরুদ্ধে 6-0 গোলে হারল ইন্টার মিয়ামি ৷ রোনাল্ডোকে ছাড়াই লিও মেসির দলকে হাফ-ডজন গোলের মালা পরালেন অ্যান্ডারসন তালিস্কারা ৷ আর সিআর সেভেন কায়দায় হ্যাটট্রিক উদযাপন করলেন তিনি ৷

রিয়াদের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের এই ম্যাচে 83 মিনিট মাঠে নামেন মেসি ৷ কিন্তু, তেমন কোনও প্রভাবই ফেলতে পারেননি তিনি ৷ পুরো ম্যাচে ডাগ-আউটে হতাশ হয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে ৷ অন্যদিকে, পায়ের কাফ-মাসেলের চোটের কারণে মাঠের বাইরে রোনাল্ডো ৷ তাই স্টেডিয়ামের কিংডম এরিনা স্ট্যান্ডে বসে দলকে সমর্থন করে গেলেন পর্তুগিজ মহাতারকা ৷

রিয়াদ সিজন কাপের এই ম্যাচে বছরের সেরা ফুটবল দেখার আশায় ছিল পুরো বিশ্ব ৷ কিন্তু, দুই মহাতারকা মুখোমুখি হলেন না ৷ আশা করা হয়েছিল, সৌদির মাঠে মেসি ম্যাজিক দেখা যাবে ৷ কিন্তু, সেখানেও ম্লান ছিলেন বিশ্বকাপজয়ী মহাতারকা ৷ ম্যাচের প্রথম 12 মিনিটেই 3-0 গোল এগিয়ে যায় আল-নাসের ৷ 3 মিনিটে প্রথম গোলটি করেন সেন্ট্রাল মিডফিল্ডার ওতাভিয়া ৷ ইন্টার মিয়ামির গোলের টপ-কর্নার দিয়ে সোজা জালে জড়িয়ে যায় ওতাভিয়ার জোরালো শট ৷

ম্যাচের 10 মিনিটে দ্বিতীয় গোলটি করেন তালিস্কা ৷ আর গোলের পরেই গ্যালারিতে উপস্থিত রোনাল্ডোকে উৎসর্গ করে, পর্তুগিজ মহাতারকার কায়দায় সেলিব্রেশনও করলেন তিনি ৷ অন্যদিকে, ইন্টার মিয়ামির উপর চাপ ক্রমশ বাড়তে থাকে ৷ কিন্তু, দু’মিনিটের মধ্যে ইন্টার মিয়ামিকে আরও কোণঠাসা করে দেয় আল-নাসের ৷ 12 মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন লাপোর্তে ৷ নিজেদের অর্ধ থেকে ফ্রি-কিকে শট নেন তিনি ৷ যা মিয়ামির গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে যায় ৷

লাপোর্তে ফ্রি-কিক নেওয়ার সময় গোল ছেড়ে অনেকটা এগিয়ে এসেছিলেন ইন্টার মিয়ামির গোলকিপার ড্র্যাক ক্যালেন্ডার ৷ আর সেটা লক্ষ্য করেই লম্বা শট নেন লাপোর্তে ৷ ইন্টার মিয়ামির গোলকিপার উলটোদিকে দৌড় বল বাঁচানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, শটের গতিকে টেক্কা দিতে পারেননি ৷ প্রথমার্ধের খেলা 3-0 স্কোরেই শেষ হয় ৷ তবে, দ্বিতীয়ার্ধেও গল্পটা একই ছিল ৷ 51 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন তালিস্কা ৷ আর 68 মিনিটে আল-নাসেরের হয়ে পাঁচ নম্বর গোল করে যান মহম্মদ মারান ৷

এরই মাঝে ম্যাচে 69 মিনিটে লেফ্ট উইংয়ে সুয়ারেজকে তুলে নেওয়া হয় ৷ কারণ, ততক্ষণে ইন্টার মিয়ামি 5-0 স্কোরে পিছিয়ে পড়েছিল ৷ এর 4 মিনিটের মধ্যে আল-নাসেরের 6 নম্বর গোলের সঙ্গে নিজের হ্যাটট্রিক পূরণ করেন অ্যান্ডারসন তালিস্কা ৷ হ্যাটট্রিকের পরেও সিআর সেভেনের ভঙ্গিতে শূন্য লাফ দিয়ে উদযাপন করলেন তিনি ৷ অন্যদিকে, ম্যাচের বাকি সময়টা আর বিশেষ কিছু চেষ্টা করতে দেখা যায়নি ইন্টার মিয়ামিকে ৷ এরপর 83 মিনিটের মাথায় মেসিকে মাঠে নামান ম্যানেজার জেরার্দো মার্তিনো ৷ তবে, এতে বিশেষ কোনও ফারাক হয়নি ম্যাচে ৷

আরও পড়ুন:

  1. শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস! মেসির কলকাতা সফরের জল্পনা তুঙ্গে
  2. 75 বছরে লজ্জার ইতিহাস! ভাইজ্যাক টেস্টের দলে রোহিতদের মোট রান এক ইংরেজ ব্যাটারের থেকে কম
  3. জোড়া ইলিশের সঙ্গে মিষ্টির হাঁড়ি, সুপার কাপ ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে লাল-হলুদ কর্তারা

ABOUT THE AUTHOR

...view details