পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বল হাতে লখনউয়ে 'নবাব' কুলদীপ, রাহুলদের হারিয়ে জয়ে ফিরল দিল্লি - IPL 2024 - IPL 2024

IPL 2024: টানা দু'ম্যাচ হারের পর জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস ৷ লখনউ সুপার জায়ান্টসকে শুক্রবার 6 উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় পেল তারা ৷ আইপিএলে এলএসজি'র বিরুদ্ধে এটাই প্রথম জয় দিল্লির ৷ বল হাতে শুক্রবার দিল্লির জয়ের নায়ক কুলদীপ ৷ তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি ৷

IPL 2024
কুলদীপের ঘূর্ণিতে জয়ে ফিরল দিল্লি

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 7:55 AM IST

লখনউ, 13 এপ্রিল:প্রথমে বল হাতে দাদাগিরি কুলদীপ যাদবের ৷ পরবর্তীতে রান তাড়া করতে নেমে আত্মপ্রকাশে দুরন্ত জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক ৷ দু'য়ে মিলে আইপিএলে জয়ের সরণিতে প্রত্যাবর্তন ঘটল ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালসের ৷ ডেরায় গিয়ে লখনউ সুপার জায়ান্টসকে শুক্রবার 6 উইকেটে হারাল তারা ৷ তাও আবার 11 বল বাকি থাকতেই ৷

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া লখনউয়ের টপ-অর্ডার এদিন ব্যর্থ ৷ অধিনায়ক কেএল রাহুলের 22 বলে ঝোড়ো 39 রান ছা়ড়া বলার মতো রান আসেনি কারও ব্যাটে ৷ 89 রানে 6 উইকেট হারানো এলএসজি শেষমেশ হালে পানি পায় সাত নম্বরে নামা আয়ুষ বাদোনির ব্যাটে ৷

5টি চার, একটি ছয়ে বাদোনির 35 বলে অপরাজিত 55 রান 20 ওভারে লখনউকে পৌঁছে দেয় 167 রানে ৷ আরশাদ খানকে সঙ্গে নিয়ে অবিভক্ত অষ্টম উইকেটে 73 রান যোগ করনে বাদোনি ৷ 16 বলে 20 রানে অপরাজিত থাকেন আরশাদ ৷ কেএল রাহুলের পাশাপাশি মার্কাস স্টোইনিস এবং নিকোলাস পুরানের উইকেট তুলে নিয়ে পন্তের দলের সবচেয়ে সফল বোলার কুলদীপ ৷ 4 ওভারে মাত্র 20 রান এদিন খরচ করেন 'চায়নাম্যান'৷

জবাবে দুই ওপেনারের ইনিংস লম্বা না-হলেও তৃতীয় উইকেটে ম্যাকগুর্ক-পন্তের জুটি জয়ের রাস্তা ছকে দেয় দিল্লির ৷ 24 বলে 41 করে পন্ত আউট হলেও অর্ধশতরান পূর্ণ করেন ম্যাকগুর্ক ৷ তাঁর 35 বলে 55 রানের ইনিংসে ছিল 2টি চার 5টি ছয় ৷ তবে 18.1 ওভারে ছক্কা হাঁকিয়ে দিল্লির হয়ে শেষটা করেন ট্রিস্টান স্টাবস ৷ 9 বলে 15 রানে অপরাজিত থাকেন প্রোটিয়া ব্যাটার ৷ 11 রানে অপরাজিত থাকেন শাই হোপ ৷

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে পা হড়কালেন সঞ্জুরা, 'লাস্ট বল থ্রিলারে' রাজস্থান জয় গুজরাতের
  2. মুম্বইয়ের জয়েও অধিনায়ক হার্দিককে ব্যঙ্গ, ওয়াংখেড়েকে শান্ত করলেন কোহলি

ABOUT THE AUTHOR

...view details