কলকাতা, 23 মার্চ:রঙের উৎসবের আগে কলকাতার রং বেগুনি ৷ সৌজন্যে আইপিএল এবং অবশ্যই আন্দ্রে রাসেল ৷ কেরিয়ারের পড়ন্ত বেলায় ক্যারিবিয়ান তারকাকে রিটেইন করা নিয়ে কেকেআর ম্যানেজমেন্টের সমালোচনায় মুখর হয়েছিলেন যারা, শনিবার সন্ধেয় তাদের যোগ্য জবাব দিয়ে গেলেন দ্রে রাসের ৷ আইপিএলে দলের প্রথম ম্যাচ দেখতে এদিন শহরে হাজির শাহরুখ খান ৷ মালিকের সামনে ইডেনে এদিন ব্যাটে ঝড় উঠল রাসেলের ৷ ক্যারিবিয়ান তারকার 25 বলে অপরাজিত 64 রানের সৌজন্যে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 208 রান তুলল কেকেআর ৷
উপস্থিতির নিরিখে ইডেনের গ্যালারি টইটুম্বুর। সেই ভিড়ে চেনা আবেগটা ছিল না রাসেল ঝড়ের আগে। নাইট সমর্থকদের আইপিএলের চেনা বৃত্তে প্রবেশ করানোর কাজটা করলেন তিলোত্তমার আদরের দ্রে রাস ৷ 3টি চার, 7টি বিশাল ছক্কায় সাজানো এদিন ক্যারিবিয়ান ব্যাটারের ইনিংস ৷ যে ইনিংসে চাপা পড়ে গেল ফিল সল্টের 40 বলে 54 কিংবা রমনদীপ সিংয়ের 17 বলে 35 ৷
শনিবার নাইট সমর্থকরা ইডেনে প্রবেশ করলেন কিছুটা দুলকি চালে। সেভাবে ব্যবসার সুযোগ পেলেন না দশ টাকার ফেট্টি বিক্রেতা বা গাল রাঙানোর মানুষগুলো। টিকিটের ধর্মতলা কিংবা হাওড়া মেট্রো স্টেশনের সামনে এসেও টিকিটের দাম তুলতে ব্যর্থ। তবে গ্যালারিতে যারা পৌঁছে গিয়েছিলেন তাদের নিরাশ করেননি শাহরুখ খান ৷ গতবছর কেরিয়ারের স্মরণীয় একটা মরশুম উপহার দেওয়ার পর 2014 আইপিএলে দলের প্রথম ম্যাচ দেখতে কথামতো ইডেনে হাজির 'কিং অব রোম্যান্স'। এদিকে নন্দনকাননে বেল বাজিয়ে নাইটদের ম্যাচের গোড়াপত্তন করলেন স্পিডস্টার মিচেল স্টার্ক এবং কিংবদন্তি ইয়ান বিশপ ৷