পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাদশার সামনে বিধ্বংসী দ্রে রাস, লিগের শুরুতেই বেগুনি ঝড় নন্দনকাননে - KKR vs SRH - KKR VS SRH

IPL 2024: মালিকের সামনে ইডেনে এদিন ব্যাটে ঝড় উঠল রাসেলের ৷ দ্রে রাসের 25 বলে অপরাজিত 64 রানের সৌজন্যে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 208 রান তুলল কেকেআর ৷ অর্ধশতরান ফিল সল্টের ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 9:33 PM IST

Updated : Mar 23, 2024, 10:09 PM IST

কলকাতা, 23 মার্চ:রঙের উৎসবের আগে কলকাতার রং বেগুনি ৷ সৌজন্যে আইপিএল এবং অবশ্যই আন্দ্রে রাসেল ৷ কেরিয়ারের পড়ন্ত বেলায় ক্যারিবিয়ান তারকাকে রিটেইন করা নিয়ে কেকেআর ম্যানেজমেন্টের সমালোচনায় মুখর হয়েছিলেন যারা, শনিবার সন্ধেয় তাদের যোগ্য জবাব দিয়ে গেলেন দ্রে রাসের ৷ আইপিএলে দলের প্রথম ম্যাচ দেখতে এদিন শহরে হাজির শাহরুখ খান ৷ মালিকের সামনে ইডেনে এদিন ব্যাটে ঝড় উঠল রাসেলের ৷ ক্যারিবিয়ান তারকার 25 বলে অপরাজিত 64 রানের সৌজন্যে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 208 রান তুলল কেকেআর ৷

উপস্থিতির নিরিখে ইডেনের গ্যালারি টইটুম্বুর। সেই ভিড়ে চেনা আবেগটা ছিল না রাসেল ঝড়ের আগে। নাইট সমর্থকদের আইপিএলের চেনা বৃত্তে প্রবেশ করানোর কাজটা করলেন তিলোত্তমার আদরের দ্রে রাস ৷ 3টি চার, 7টি বিশাল ছক্কায় সাজানো এদিন ক্যারিবিয়ান ব্যাটারের ইনিংস ৷ যে ইনিংসে চাপা পড়ে গেল ফিল সল্টের 40 বলে 54 কিংবা রমনদীপ সিংয়ের 17 বলে 35 ৷

শনিবার নাইট সমর্থকরা ইডেনে প্রবেশ করলেন কিছুটা দুলকি চালে। সেভাবে ব্যবসার সুযোগ পেলেন না দশ টাকার ফেট্টি বিক্রেতা বা গাল রাঙানোর মানুষগুলো। টিকিটের ধর্মতলা কিংবা হাওড়া মেট্রো স্টেশনের সামনে এসেও টিকিটের দাম তুলতে ব্যর্থ। তবে গ্যালারিতে যারা পৌঁছে গিয়েছিলেন তাদের নিরাশ করেননি শাহরুখ খান ৷ গতবছর কেরিয়ারের স্মরণীয় একটা মরশুম উপহার দেওয়ার পর 2014 আইপিএলে দলের প্রথম ম্যাচ দেখতে কথামতো ইডেনে হাজির 'কিং অব রোম্যান্স'। এদিকে নন্দনকাননে বেল বাজিয়ে নাইটদের ম্যাচের গোড়াপত্তন করলেন স্পিডস্টার মিচেল স্টার্ক এবং কিংবদন্তি ইয়ান বিশপ ৷

শেষটা মধুর হলেও টস হেরে ইডেনের বাউন্সি পিচে শুরুটা এদিন সুখকর হয়নি নাইটদের ৷ শাহরুখ যখন এলেন তখন তিন উইকেট হারিয়ে ধুঁকছে দল ৷ সল্ট অর্ধশতরান করে রান্নায় নুন ছড়ালেন বটে, তবে চমকের নাম বোধহয় রমনদীপ সিং। তাঁর 17 বলে 35 রানই পার্পল ব্রিগেডের আটকে থাকা স্কোরবোর্ডে গতি আনে। যার শেষটা করলেন রাসেল ৷ রিঙ্কুর ব্যাট থেকে এল মূল্যবান 23 রান (15) ৷ কিন্তু ওই যে, রাসেল যেদিন খেলেন সেদিন বাকিরা ফিকে হয়ে যান ৷ এদিনও তাই হল ৷ মার্করাম শুরুতে একটা দুরন্ত ক্যাচে প্রায় তালুবন্দি করেই ফেলেছিলেন ক্যারিবিয়ান তারকাকে ৷ কিন্তু প্রাণ পেতেই বিপক্ষ বোলারদের প্রাণপাত করলেন দ্রে রাস ৷

বিধ্বংসী ইনিংসের ফাঁকে এদিন রাসেল গড়ে ফেললেন ছক্কার নজিরও ৷ দ্রুততম ব্যাটার হিসেবে আইপিএলে এদিন 200 ছক্কার মালিক হলেন তিনি ৷ মাত্র 97 ইনিংস খরচ করে এই নজির নিজের নামে করে ফেললেন দ্রে রাস ৷ সবমিলিয়ে 20 ওভারে 7 উইকেটে নাইটরা পৌঁছে গেল 208-এ ৷

আরও পড়ুন:

  1. 'মৃত্যুঞ্জয়ী' ফিরলেন বাইশ গজে, ঋষভকে ব্যাট হাতে দেখে স্ট্যান্ডিং ওভেশন দর্শকদের - IPL 2024
  2. আইপিএলের সবচেয়ে দামি জুটি, লড়াইয়ের আগে মোলাকাত দুই বিশ্বজয়ীর - IPL 2024
Last Updated : Mar 23, 2024, 10:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details