কলকাতা, 21 এপ্রিল: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স । আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রান করেও হেরে গিয়েছে কলকাতা । অন্যদিকে লিগ টেবিলের তলায় রয়েছে বেঙ্গালুরু । ফলে দু’দলের কাছেই এদিন প্রত্যবর্তনের ম্যাচ ৷ টস জিতে কলকাতাকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি ৷
দুই দলের দ্বৈরথের মোট পরিসংখ্যান বলছে, মোট 33 ম্যাচের মধ্যে 19টিতে জয়ী নাইটরা। বাকি 14টিতে জয় আরসিবির। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে চিন্নস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি 83 রানের অসাধারণ ইনিংস খেললেও দল হেরেছিল । আইপিএলে নিজেদের মাঠে নাইট শিবিরের কাছে হারতে হয়েছিল ৷
এবার ম্যাচ ইডেনে । আরসিবি’র লক্ষ্য ঘরের মাঠে পরাজয়ের বদলা ইডেনে এসে নিতে। তাছাড়া ছয় হারে বিদায় নেওয়ার ঘণ্টা কার্যত বেজে গেলেও অবস্থা সামাল দিতে আগামী আটটি ম্যাচের সাতটিতে জিততে হবে। সেই দৌড়টা তিনি ইডেন থেকে হয়তো শুরু করতে চাইবে বেঙ্গালুরু । অন্যদিকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে কেকেআর ৷ এই ম্যাচ জিতলে সানরাইজার্স হায়দরাবাদকে টপকে দু’নম্বরে উঠে আসবে ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷