গুয়াহাটি, 19 মে:বৃষ্টিতে টস শুরু হতে দেরি হচ্ছে ৷ পার্পল ব্রিগেডের সামনে আজ বর্ষাপাড়ায় পিঙ্ক ব্রিগেড ৷ এই ম্যাচে জিতুক বা হারুক, কলকাতা থাকবে এক নম্বরেই। রাজস্থানকে জিতলে দু'ম্বরে উঠবে ৷ তাহলে আগামী 21 তারিখ গুজরাতের মোতেরায় আজকের ম্যাচের পুনরাবৃত্তি হবে ৷ মানে আবারও মুখোমুখি হবে কলকাতা এবং রাজস্থান। বৃষ্টি শুরু হতেই এদিন ক্রিকেটাররা ওয়ার্ম-আপ থেকে সাজঘরে ফিরে গেলেন ৷ একঘণ্টা অপেক্ষা করার পরও বরুণ দেব এইভাবে যদি বর্ষাপাড়ায় থাবা বসান তাহলে ওভার সংখ্য়া কমিয়ে আনা হবে ৷
আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে দুই পয়েন্ট ভাগ হয়ে যাবে দু'দলের কাছে ৷ সেক্ষেত্রে কলকাতা 20 নম্বর হয়ে ফার্স্ট বয় হয়েই থাকবে ৷ অন্যদিকে, এখন দু'নম্বরে থাকা হায়দরাবাদের পয়েন্ট 17 ৷ সেই পরিস্থিতিতে রাজস্থানের স্কোরও হবে 17 ৷ তবে নেট রান রেটে যেহেতু হায়দবাবাদ এগিয়ে তাই আগামী 21 তারিখ গুজরাতের মোতেরায় কলকাতার সঙ্গে নিজামের শহরের দল খেলবে ৷ ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমে বৃষ্টির মোকাবিলা করতে হয়েছিল ৷ সেদিন ইডেনে দীর্ঘক্ষণ বৃষ্টির ফলে দেরি করে টস শুরু হয় ৷ 20 ওভারের পরিবর্তে 16 ওভার খেলা হয় ৷ যদিও সেই ম্যাচে দারুণ পারফরম্যান্স করে জিতে গিয়েছিল কেকেআর ৷