কলকাতা, 24 মে: আইপিএল ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে দুমড়ে দেওয়ার পর আনন্দ করলেও তা কখনই লাগামছাড়া হয়নি। প্রত্যেকেই বুঝেছে ট্রফি না-ফিরিয়ে নিয়ে যেতে পারলে এই ভালো পারফরম্যান্সের কোনও দাম থাকবে না। তাই প্রস্তুতিতে যাতে খামতি না-থাকে সেই জন্যই বুধবার চেন্নাই পৌঁছনোর 24 ঘণ্টা পরেই অনুশীলনে নেমে পড়লেন নাইট খেলোয়াড়রা ৷
ফাইনালে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ কিংবা রাজস্থান রয়্যালসের মধ্যে যেকোনও একটি দল। কারণ দ্বিতীয় কোয়ালিফায়ারে এই দুই দলের দ্বৈরথে যে জিতবে তারাই ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ। আন্দ্রে রাসেল ইতিমধ্যেই বলেছেন, ফাইনালে যারাই আসবে তারা ভালো দল ভেবেই খেলতে নামবে। ক্যারিবিয়ান অলরাউন্ডারের কথাই কেকেআর সাজঘরের রিংটোন। চিপকে ফাইনালের প্রস্তুতিতে প্রথম দিন নেমেই নাইটরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বাড়তি পরিশ্রম করল।
আরও পড়ুন:নাইটদের তাতাতে রবিবার চিপকে কি থাকবেন শাহরুখ! জানিয়ে দিলেন জুহি