কলকাতা, 1 এপ্রিল:রামনবমীর দিন ইডেনে আইপিএলের ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা। ওইদিন অর্থাৎ, 17 মার্চ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা রাজস্থান রয়্যালসের। ম্যাচ আয়োজনে সমস্যার কারণ নিরাপত্তার ব্যবস্থা না-করতে পারা। লালবাজার ইতিমধ্যেই সিএবিকে জানিয়েছে, রামনবমীর উৎসবের কারণে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। ফলে নাইটদের ম্যাচ আয়োজন ঘিরে হঠাৎ করেই সমস্যা তৈরি হয়েছে। মুখে না-বললেও বা আলোচনায় না-উঠলেও ওই সময় লোকসভার ভোটের দামামা তারস্বরে বাজতে শুরু করবে।
যদিও সিএবি এব্যাপারে কোনও দায় নিতে রাজি নয়। এই বিষয়ে কোনও মন্তব্য তারা করেনি। তারা পরিস্থিতি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ইমেল করেছে। আইপিএলের ম্যাচ আয়োজনে সিএবি'র ভূমিকা অনেকটা তদারকির। ফলে ম্যাচ আয়োজনের উদ্ভূত সমস্যা কীভাবে মিটবে, তার দায় সিএবি নিতে রাজি নয়। এখন দেখার এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ড এবং নাইট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়। প্রসঙ্গত, এর আগে কোনও দিন বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়ে ইডেনে ম্যাচ আয়োজন করা হয়নি। আর সেটা বাস্তবিকও নয় বলেই সিএবি কর্তারা মনে করেন।