পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শ্রেয়সের হাফ-সেঞ্চুরি, সল্ট-রাসেলের বিধ্বংসী ব্যাটিয়ে দু’শো পার কেকেআর - IPL 2024 - IPL 2024

IPL 2024: ইডেন গার্ডেন্সে আবারও রানের পাহাড়ে কলকাতা নাইট রাইডার্স ৷ মরশুমে প্রথম হাফ-সেঞ্চুরিতে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে 222 রান তুলল কেকেআর ৷

Image Courtesy: IPL X
Image Courtesy: IPL X

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 5:40 PM IST

Updated : Apr 21, 2024, 6:02 PM IST

কলকাতা, 21 এপ্রিল: পাওয়ার-প্লে তে ফিল সল্টের পাওয়ার ৷ মাঝের ওভারে শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিংয়ের বোঝাপড়া ৷ আর 16-20’র স্লগ ওভারে আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিংয়ের বিধ্বংসী ব্যাটিং ৷ কলকাতার নাইটদের ব্যাটিং ডিসপ্লে-তে আজ ফের দু’শো রানের চৌকাঠ পেরলেন শ্রেয়স আইয়াররা ৷ বিরাট কোহলিদের সামনে 223 রানের বিশাল টার্গেট রেখেছে কেকেআর ৷

আরও একটি ম্যাচে টোটাল ফ্লপ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং লাইনআপ ৷ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যর্থ মহম্মদ সিরাজ, যশ দয়াল, লকি ফার্গুসন, করণ শর্মা এবং ক্যামেরন গ্রিনরা ৷ তবে, এমন নয় যে একেবারেই প্রথম ইনিংসে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল আরসিবি ৷ পাওয়ার প্লে-তে কেকেআর 75 রান তুললেও, 3 উইকেট পড়ে গিয়েছিল ৷ ফিল সল্ট (14 বলে 48 রান), সুনীল নারাইন (10), অঙ্গকৃষ্ণ রঘুবংশী (3)-র উইকেট তুলে নেন সিরাজ এবং যশ দয়াল ৷ ভেঙ্কটেশ আইয়ার 8 বলে 16 রানে ক্যামরন গ্রিনের শিকার হন ৷ এদিন আরসিবির বোলাররা 20 রান অতিরিক্ত দিয়েছেন ৷

কিন্তু, এরপর নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার (36 বলে 50 রান) এবং রিঙ্কু সিং (16 বলে 24 রান) ম্যাচের হাল ধরেন ৷ শ্রেয়স এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁর প্রথম হাফ-সেঞ্চুরি করলেন ৷ মূলত, তাঁর ইনিংসে ভর করেই 222 রানের বিশাল ইনিংসের ভিত তৈরি করে কেকেআর ৷ এরপর স্লগ ওভারে আন্দ্রে রাসেল শো কলকাতা নাইট রাইডার্সকে বড় রানের লক্ষ্যে নিয়ে যায় ৷ যদিও, এদিন রাসেল তাঁর চেনা ছন্দে ছিলেন না ৷ 20 বলে 27 রান করেন ৷ মাত্র 135-এর স্ট্রাইকরেটে ৷ 4টি বাইন্ডারি মারেন ইনিংসে ৷ যেখানে একটিও ওভার-বাউন্ডারি ছিল না ৷ তবে, রাসেলের কাজটা সহজ করে দেন রমনদীপ সিং ৷ তিনি 9 বলে 24 রানের ছোট্ট তবে, বিধ্বংসী ইনিংস খেলেন ৷

আরও পড়ুন:

  1. পঞ্জাবের চিন্তায় টপ-অর্ডার, শেষ ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভুলে নতুন শুরুর পথে শুভমনরা
  2. বারবার রানের শীর্ষে ট্র্যাভিস হেড, ব্যাটারের একাধিক নজিরে লড়াকু স্কোর হায়দরাবাদের
Last Updated : Apr 21, 2024, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details