কলকাতা, 21 এপ্রিল: পাওয়ার-প্লে তে ফিল সল্টের পাওয়ার ৷ মাঝের ওভারে শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিংয়ের বোঝাপড়া ৷ আর 16-20’র স্লগ ওভারে আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিংয়ের বিধ্বংসী ব্যাটিং ৷ কলকাতার নাইটদের ব্যাটিং ডিসপ্লে-তে আজ ফের দু’শো রানের চৌকাঠ পেরলেন শ্রেয়স আইয়াররা ৷ বিরাট কোহলিদের সামনে 223 রানের বিশাল টার্গেট রেখেছে কেকেআর ৷
আরও একটি ম্যাচে টোটাল ফ্লপ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং লাইনআপ ৷ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যর্থ মহম্মদ সিরাজ, যশ দয়াল, লকি ফার্গুসন, করণ শর্মা এবং ক্যামেরন গ্রিনরা ৷ তবে, এমন নয় যে একেবারেই প্রথম ইনিংসে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল আরসিবি ৷ পাওয়ার প্লে-তে কেকেআর 75 রান তুললেও, 3 উইকেট পড়ে গিয়েছিল ৷ ফিল সল্ট (14 বলে 48 রান), সুনীল নারাইন (10), অঙ্গকৃষ্ণ রঘুবংশী (3)-র উইকেট তুলে নেন সিরাজ এবং যশ দয়াল ৷ ভেঙ্কটেশ আইয়ার 8 বলে 16 রানে ক্যামরন গ্রিনের শিকার হন ৷ এদিন আরসিবির বোলাররা 20 রান অতিরিক্ত দিয়েছেন ৷