পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান, কিউয়ি ব্য়াটার হিসেবে নজির উইলিয়ামসনের - NEW ZEALAND VS SRI LANKA - NEW ZEALAND VS SRI LANKA

WILLIAMSON SURPASSED TAYLOR: গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ঐতিহাসিক কীর্তি গড়লেন কেন উইলিয়ামসন ৷ কিউয়ি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করে ফেললেন ডব্লিউটিসি জয়ী অধিনায়ক ৷ কেন কাকে পিছনে ফেললেন?

WILLIAMSON SURPASSED TAYLOR
নজির উইলিয়ামসনের ব্য়াটে (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 22, 2024, 6:13 PM IST

গল, 22 সেপ্টেম্বর:গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট উত্তেজক আকার নিয়েছে ৷ 275 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা নিউজিল্যান্ডের জয়ের জন্য পঞ্চমদিন চাই 68 রান ৷ তবে হাতে রয়েছে মাত্র দু'টি উইকেট ৷ সবমলিয়ে অন্তিমদিন প্রথম সেশনেই ম্য়াচের ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ বড় রান করতে না-পারলেও গল টেস্টের চতুর্থদিন ব্যাট হাতে বড়সড় কীর্তি গড়ে ফেললেন কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসন ৷ 'ব্ল্য়াক ক্যাপস'-এর হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হলেন প্রাক্তন কিউয়ি দলনায়ক ৷

দেশের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার পথে এদিন রস টেলরকে টপকে গেলেন কেন ৷ 18,199 রান ঝুলিতে নিয়ে এতদিন নিউজিল্যান্ডের সর্বাধিক রানস্কোরার ছিলেন টেলর ৷ 359তম আন্তর্জাতিক ম্য়াচে এদিন সেই রানসংখ্যা ছাপিয়ে নয়া কীর্তি গড়ে ফেললেন কেন ৷ সিরিজ শুরুর আগে প্রাক্তনীর কীর্তিকে ছাপিয়ে ইতিহাস গড়তে 72 রান দরকার ছিল উইলিয়ামসনের ৷ কিন্তু গল টেস্টের প্রথম ইনিংসে 55 রানে আউট হয়ে যান প্রাক্তন অধিনায়ক ৷

তবে দ্বিতীয় ইনিংসে টেলরকে ছাপিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেননি কেন ৷ দ্বিতীয় ইনিংসে যদিও লম্বা হয়নি তাঁর ইনিংস, তবে নজির গড়া আটকায়নি ৷ দ্বিতীয় ইনিংসে 30 রান আসে কেন উইলিয়ামসনের ব্য়াটে ৷ আপাতত অধিনায়ক হিসেবে কিউয়িদের বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের খেতাব এনে দেওয়া ব্যাটারের ঝুলিতে 18,213 রান ৷ এর মধ্যে ওয়ান-ডে ক্রিকেটে 8,828 রান, টেস্ট এবং টি-20 ক্রিকেটে যথাক্রমে 6,810 ও 2575 রান রয়েছে উইলিয়ামসনের ঝুলিতে ৷

275 রানে লক্ষ্যমাত্রার জবাবে দ্বিতীয় ইনিংস চরম ব্যর্থ কিউয়ি ব্য়াটাররা ৷ ব্যতিক্রম রাচিন রবীন্দ্র ৷ 91 রানে অপরাজিত রয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে পঞ্চমদিন ক্রিজে নামবেন আরেক অপরাজিত ব্য়াটার আজাজ প্য়াটেল (0) ৷ শ্রীলঙ্কার হয়ে 3টি করে উইকেট নিয়েছেন রমেশ মেন্ডিস এবং প্রবথ জয়সূর্য ৷

ABOUT THE AUTHOR

...view details