গল, 22 সেপ্টেম্বর:গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট উত্তেজক আকার নিয়েছে ৷ 275 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা নিউজিল্যান্ডের জয়ের জন্য পঞ্চমদিন চাই 68 রান ৷ তবে হাতে রয়েছে মাত্র দু'টি উইকেট ৷ সবমলিয়ে অন্তিমদিন প্রথম সেশনেই ম্য়াচের ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ বড় রান করতে না-পারলেও গল টেস্টের চতুর্থদিন ব্যাট হাতে বড়সড় কীর্তি গড়ে ফেললেন কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসন ৷ 'ব্ল্য়াক ক্যাপস'-এর হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হলেন প্রাক্তন কিউয়ি দলনায়ক ৷
দেশের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার পথে এদিন রস টেলরকে টপকে গেলেন কেন ৷ 18,199 রান ঝুলিতে নিয়ে এতদিন নিউজিল্যান্ডের সর্বাধিক রানস্কোরার ছিলেন টেলর ৷ 359তম আন্তর্জাতিক ম্য়াচে এদিন সেই রানসংখ্যা ছাপিয়ে নয়া কীর্তি গড়ে ফেললেন কেন ৷ সিরিজ শুরুর আগে প্রাক্তনীর কীর্তিকে ছাপিয়ে ইতিহাস গড়তে 72 রান দরকার ছিল উইলিয়ামসনের ৷ কিন্তু গল টেস্টের প্রথম ইনিংসে 55 রানে আউট হয়ে যান প্রাক্তন অধিনায়ক ৷