পশ্চিমবঙ্গ

west bengal

টেস্ট ইতিহাসে বিরল নজির শ্রীলঙ্কা ব্যাটারের, টপকে গেলেন গাভাসকরকে - KAMINDU MENDIS EQUALS WORLD RECORD

By ETV Bharat Sports Team

Published : 15 hours ago

SRI LANKA vs NEW ZEALAND 1ST TEST: দু'বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে চলতি বছরেই ৷ বুধবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করে বিরল নজিরে নাম লেখালেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ৷ 147 বছরের টেস্ট ইতিহাসে এই নজির রয়েছে কেবল একজন ব্যাটারেরই ৷

KAMINDU MENDIS
কামিন্দু মেন্ডিস (GETTY)

গল, 19 সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টে এক বিরল নজির গড়লেন সিংহলী ব্যাটার কামিন্দু মেন্ডিস ৷ লাল বলের ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই বাঁ-হাতি ব্যাটার অভিষেক পরবর্তী টানা 7টি টেস্ট ম্যাচে অর্ধশতরান পূর্ণ করার নজির গড়লেন ৷ 147 বছরের টেস্ট ইতিহাসে এর আগে মাত্র একজন ব্যাটারই এই নজির গড়তে পেরেছেন ৷ বুধবার গলে এই নজির গড়ার পথে কামিন্দু টপকে গেলেন সুনীল গাভাসকরকে ৷

দ্বিতীয় ব্যাটার হিসেবে কেরিয়ারে প্রথম সাত ম্যাচে হাফ-সেঞ্চুরি: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র একজন ব্যাটারই অভিষেকের পর টানা সাতটি ম্যাচে অর্ধশতরান করতে পেরেছেন ৷ প্রথম ব্যাটার হিসেবে গতবছর এই নজির গড়েছিলেন পাকিস্তানের সাউদ শাকিল ৷ দ্বিতীয় ব্যাটার হিসেবে এই বিরল নজিরের অধিকারী হলেন কামিন্দু মেন্ডিস ৷

গাভাসকরকে পিছনে ফেললেন:এর আগে অভিষেক পরবর্তী টানা ছ'টি টেস্টে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকরের নজির ছুঁয়েছিলেন শ্রীলঙ্কান ব্য়াটার ৷ তবে কেবল গাভাসকরই নন, টেস্ট ক্রিকেটে প্রথম ছ'ম্যাচে টানা হাফসেঞ্চুরির নজির রয়েছে আরও তিন ব্য়াটারের ৷ গাভাসকর ছাড়া বাকি তিন ব্যাটার হলেন ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সঈদ আহমেদ এবং নিউজিল্য়ান্ডের বার্ট সাটক্লিফ ৷

কিউয়িদের বিরুদ্ধে শতরান কামিন্দুর: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে গলে প্রথম টেস্টে শতরান এল কামিন্দু মেন্ডিসের ব্যাটে ৷ তাঁর 114 রানের সৌজন্যে প্রথম ইনিংসে 305 রান তুলল আয়োজকরা ৷ 173 বলে কামিন্দু ইনিংস সাজানো ছিল 11টি চার দিয়ে ৷ এই নিয়ে সাত ম্য়াচ খেলে টেস্ট ক্রিকেটে চতুর্থ শতরান হয়ে গেল সিংহলী ব্যাটারের ৷

এর আগে কোন কোন দলের বিরুদ্ধে অর্ধশতরান: কামিন্দু মেন্ডিসের টেস্ট অভিষেক হয়েছিল গলেই, দু'বছর আগে ৷ সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 61 রানে ইনিংস খেলেছিলেন কামিন্দু ৷ এর দু'বছর পর ফের চলতি বছরে টেস্টে প্রত্যাবর্তন হয় সিংহলী ব্যাটারের ৷ বাংলাদেশের বিরুদ্ধে সিলেটে প্রথম টেস্টের জোড়া ইনিংসেই সেঞ্চুরি এসেছিল বাঁ-হাতির ব্যাটে ৷ পরবর্তীতে চট্টগ্রাম টেস্টে 92 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ এরপর ইংল্যান্ড সফরে একটি শতরান সহযোগে তিন টেস্টেই হাফ-সেঞ্চুরি এসেছিল মেন্ডিসের ব্য়াটে ৷

ABOUT THE AUTHOR

...view details