পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Sports Team

Published : 6 hours ago

ETV Bharat / sports

প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অনন্য রেকর্ড কামিন্দু মেন্ডিসের - Sri Lankan vs New Zealand 2nd Test

Sri Lankan vs New Zealand 2nd Test: পাকিস্তানের ক্রিকেটার সাউদ সাকিলের রেকর্ড ভাঙলেন শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস ৷ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকের পর একটানা 50 বা তার বেশি রান করার রেকর্ড গড়লেন তিনি ৷ পিছনে ফেললেন সুনীল গাভাসকরের মতো দ্বিগজদেরও ৷

Sri Lankan vs New Zealand 2nd Test
প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অনন্য রেকর্ড কামিন্দু মেন্ডিসের ৷ (ছবি- এপি)

গল, 27 সেপ্টেম্বর: টেস্ট ক্রিকেটে অনন্য রেকর্ডের মালিক হলেন শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস ৷ টেস্টে ক্রিকেটে অভিষেকের পর থেকে 8 টেস্টে একটানা 50 বা তার বেশি রান করার রেকর্ড গড়লেন এই মিডল-অর্ডার ব্যাটার ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে এই রেকর্ড গড়েছেন তিনি ৷ তাঁর এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা প্রথমদিনের শেষে তিনশো রানের স্কোর পার করেছে ৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ম্যাচ কামিন্দু মেন্ডিসের আট নম্বর টেস্ট ৷ যেখানে আট টেস্টে 4টি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরি করেছেন কামিন্দু ৷ চলতি টেস্টে প্রথম ইনিংসে 56 বলে 51 রান অপরাজিত থেকে প্রথমদিনের খেলা শেষ করেন ৷ উল্লেখ্য, এই টেস্টে শ্রীলঙ্কার ইনিংসের ভিত গড়েন দীনেশ চন্ডিমল ৷ তাঁর 208 বলে 116 রান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজের 168 বলে 81 রানে অপরাজিত ইনিংসে ভর করে শ্রীলঙ্কা প্রথমদিনের শেষে অনেকটাই এগিয়ে ৷ ওপেনার দিমুথ করুণারত্নেও 46 রানের ইনিংস খেলেন ৷ প্রথমদিনে 3 উইকেট হারিয়ে 306 রান করে শ্রীলঙ্কা ৷

উল্লেখ্য, 25 বছরের কামিন্দু মেন্ডিস পাকিস্তানের ব্যাটার সাউদ সাকিলের রেকর্ড ভেঙেছেন ৷ সাউদ সাকিল অভিষেক টেস্ট থেকে টানা সাতবার 50 বা তার বেশি রান করেছিলেন টেস্টে ৷ এই রেকর্ড তিনি গতবছর গড়েছিলেন ৷ এর আগে সুনীল গাভাসকর, বাসিল বাউচার, সইদ আহমেদ এবং বেরট সাটক্লিফ পরপর 6 টেস্টে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন ৷ শ্রীলঙ্কার মিডল-অর্ডার ব্যাটার 2022 সালে গলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন ৷ এখনও পর্যন্ত 8 টেস্ট ও 13 ইনিংস খেলে তিনি 873 রান করেছেন ৷ তাঁর টেস্ট গড় 79.36 ৷

উল্লেখ্য, প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে 63 রানে হারিয়েছিল শ্রীলঙ্কা ৷ সেই ম্যাচের পর 50 শতাংশ জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 3 নম্বরে উঠে এসেছে দ্বীপরাষ্ট্র ৷ এক নম্বরে রয়েছে ভারত এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া ৷ চলতি টেস্ট জিততে পারলে, জয়ের শতাংশের নিরিখে অনেকটাই এগিয়ে যাবে শ্রীলঙ্কা ৷

ABOUT THE AUTHOR

...view details