পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফেয়ার-প্লে নয়, আইএসএল জিততে এসেছি; 22টি কার্ড দেখে জবাব মোলিনার - MOHUN BAGAN IN ISL

দল 22টি কার্ড দেখায় উদ্বিগ্ন নন মোহনবাগান কোচ মোলিনা । আমি ফেয়ার প্লে ট্রফি জিততে আসিনি । আইএসএল জিততে এসেছি । সাফ জবাব তাঁর ৷

Jose Francisco Molina Mohun Bagan
22টি কার্ড দেখে জবাব মোলিনার (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 7, 2024, 10:51 PM IST

কলকাতা, 7 নভেম্বর: এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলাররা 22টি কার্ড দেখেছেন । যা চলতি আইএসএলে সবচেয়ে বেশি কার্ড দেখা দলগুলির মধ্যে ওপরের দিকে । দুরন্ত ছন্দে জয়ের হ্যাটট্রিক সেরে শীর্ষস্থান দখলে নেওয়ার দৌড়ে থাকা দল কেন মারকুটে ফুটবল খেলবে ? প্রশ্ন সমালোচকদের ।

মোহনবাগান কোচ হোসে মোলিনা অবশ্য দলের বেশি সংখ্যায় কার্ড দেখার প্রবণতায় উদ্বিগ্ন নন । তাঁর সোজাসাপটা উত্তর, “আমি ফেয়ার প্লে ট্রফি জিততে আসিনি । আইএসএল জিততে এসেছি ।” কোচের এই কড়া উত্তরে দলের মেজাজটা ধরা পড়ে । যা রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে সবুজ-মেরুন সাজঘরের রিংটোন ।

ছটপুজো উপলক্ষ‌্যে ধর্মতলা থেকে বাবুঘাট পর্যন্ত রাস্তায় বাঁশের ব‌্যারিকেড করে রেখেছে কলকাতা পুলিশ । আর তাতেই মোহনবাগান মাঠে বৃহস্পতিবার প্রবেশ করতে গিয়ে পথ হারালেন দিমিত্রি পেত্রাতস, জেমি ম‌্যাকলারেন, ন্যুনো রেইসরা । তবে ওড়িশা এফসির বিরুদ্ধে কিন্তু পথ হারাতে একেবারেই রাজি নয় মোহনবাগান কোচ হোসে মোলিনা । কড়া মেজাজে লোবেরোর দলকে সবক শেখানোই লক্ষ্য ।

এদিন অবশ‌্য ফুটবলাররা দেরিতে পৌঁছনয় বেশিক্ষণ অনুশীলন করাননি মোলিনা । তবে সবুজ-মেরুন সমর্থকদের চিন্তায় রাখবে মাঝমাঠের প্রাণভোমরা গ্রেগ স্টুয়ার্টের অনুশীলন না-করা । বৃহস্পতিবার থেকেই দলের সঙ্গে অনুশীলন করার কথা থাকলেও এদিন সাইডলাইনে রিহ‌্যাব করলেন স্কটিশ তারকা । ফিজিয়োর সঙ্গেই সময় কাটালেন । হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে পারেননি আপুইয়া । তিনি ওড়িশা ম‌্যাচে হয়তো দীপক টাংরির জায়গায় শুরু করবেন ।

আরও পড়ুন

গত তিন ম‌্যাচে মোহনবাগানের রক্ষণ একটিও গোল না-খাওয়ায় ফুরফুরে মেজাজেই রয়েছেন মোলিনা । সবুজ-মেরুন অন্দরমহলের খবর, গ্রেগের পরিবর্ত হিসেবে ইতিমধ‌্যেই দিমিত্রি পেত্রাতোসকে তৈরি করে রাখা হয়েছে । তাই গ্রেগকে নিয়ে অযথা ঝুঁকি নেওয়া হবে না । শুক্রবার অনুশীলনে গ্রেগের পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । প্রথম একাদশে না-থাকলেও হয়তো আঠারো জনের দলে গ্রেগকে রাখা হবে । ওড়িশা ম‌্যাচের পরিস্থিতি দেখে গ্রেগকে নামানো হতে পারে ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details