নয়াদিল্লি, 17 মার্চ: সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল সরে যাওয়ার খবরে কোনও সত্যতা নেই বলে জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, সৌদিতে আইপিএল-17’র সংস্করণ সরানোর খবরের কোনও ভিত্তি নেই ৷ বোর্ড নির্বাচন ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল ৷ আগামিকাল নির্বাচন ঘোষণা হওয়ায়, এবার তার সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএলের বাকি ম্যাচের সূচি তৈরি করবে বোর্ড ৷ আর খুব দ্রুত তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জয় শাহ ৷
গত দু’দিন ধরে ভারতীয় ক্রিকেটের অলিন্দে একটা কানাঘুষো চলছিল যে, লোকসভা নির্বাচনের জন্য আইপিএল 2024-এর দ্বিতীয় ধাপের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে সরে যেতে পারে ৷ এমন খবরও পাওয়া যাচ্ছিল যে, প্রত্যেক ক্রিকেটারদের তাঁদের ফ্র্যাঞ্চাইজির কাছে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ কিন্তু, সেই সব গুজব বলে উড়িয়ে দিলেন বিসিসিআই সচিব ৷ তিনি জানিয়ে দিয়েছেন, 2019 সালে লোকসভা নির্বাচনের সময় যেভাবে আইপিএল হয়েছিল, এবারেও সেই একইভাবে পুরো টুর্নামেন্ট ভারতে হবে ৷
জয় শাহ পিটিআইকে জানিয়েছেন, "পুরো আইপিএল ভারতে হবে ৷ আমরা বাকি সূচি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলব ও তা ঘোষণা করব ৷ পুরো টুর্নামেন্টটাই ভারতে হবে ৷ ঠিক যেমনটা 2019 সালে আগের লোকসভা নির্বাচনের সময় হয়েছিল ৷ আমরা শুধু নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার অপেক্ষায় ছিলাম ৷"