মেলবোর্ন, 30 ডিসেম্বর: মেলবোর্ন টেস্টে হারের পর ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার অঙ্ক ভীষণই কঠিন ভারতের জন্য ৷ টানা তৃতীয়বার ফাইনালে যেতে হলে চলতি সিরিজের শেষ ম্য়াচে জয় তো চাইই, তারপরেও ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে ৷ সবমিলিয়ে পরিস্থিতি থমথমে ৷ এমতাবস্থায় ভারতীয় সাজঘরে অক্সিজেন বলতে জসপ্রীত বুমরা ৷ মেলবোর্নে হারের পরেও ভারতীয় শিবিরে এল খুশির খবর ৷ সোমবারই আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন বুমরা ৷
এদিন বিকেলে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা প্রকাশ করে ৷ সেখানে ইংল্য়ান্ডের জো রুট, হ্য়ারি ব্রুক, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সঙ্গেই স্যর গ্য়ারফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত হলেন গুজরাত পেসার ৷ ভারতীয় দল ফাইনালে পৌঁছতে পারবে কি না, সেটা সময়ই বলবে ৷ কিন্তু ফেলে আসা বছরটা জসপ্রীত বুমরার যে স্বপ্নের মতো গিয়েছে, তা বলাই বাহুল্য ৷ ওয়ান ডে না-খেললেও 2024 সালে 13টি টেস্ট ম্য়াচে বুমরার সংগ্রহে 71টি উইকেট ৷ তাও আবার 14.92 গড়ে ৷ সঙ্গে 8টি কুড়ি-বিশের ম্য়াচে রয়েছে 15টি উইকেট ৷ সম্প্রতি মেলবোর্নেই দ্রুততম ভারতীয় বোলার হিসেবে 200 টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পারথ টেস্টে অধিনায়কত্ব করা ক্রিকেটার ৷ যে টেস্ট জিতেছিল ভারত ৷