কলকাতা, 22 জুলাই:প্রীতম কোটালকে কি ফিরিয়ে আনছে মোহনবাগান সুপার জায়ান্ট? কেরালা ব্লাস্টার্সের বাঙালি ডিফেন্ডারকে ফের সবুজ-মেরুন জার্সিতে দেখা যাওয়ার খবর জোরালোভাবে ছড়িয়েছে দলবদলের বাজারে। দীপক টাংরিকে ছেড়ে দেওয়া হবে বলে খবর। এরইমধ্যে বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে সই করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।
অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার এবং এ লিগে পাঁচবার সোনার বুট জয়ী জেমি ম্যাকলারেনকে চার বছরের চুক্তিতে সই করিয়ে মোহনবাগান আক্রমণ নিঃসন্দেহে শক্তিশালী করল। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে তিনি জুটি বাঁধবেন। ফলে অজি স্ট্রাইকার ত্রয়ীর ওপরই মোলিনার দলের গোল করার ভার।
জেমি ম্যাকলারেন বলেন, "আমি অনেক ভারতীয় ফুটবল দেখেছি। ইয়ান হিউম খেলার সময় অস্ট্রেলিয়ায় আইসএল সম্প্রচার হত, সেই সময় আইএসএলে অনেক বিশ্বমানের প্লেয়ার খেলতেন। কিন্তু মোহনবাগানকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ওদের স্বর্ণালী ইতিহাস এবং ট্রফির প্রতি ওদের বাসনাটা আমার সঙ্গে মিলেছে। আমি অস্ট্রেলিয়ায় অনেক ট্রফি জিতেছি, আমি এই স্টাফ ও প্লেয়ারদের সঙ্গে জুটি বেঁধে সাফল্য এনে দিতে চাই দলকে। দর্শকরা দারুণ প্যাশনেট এবং আমি মেরিনার্সদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। তবে সবার শীর্ষে রয়েছে ভারতীয় খাবার। এটা আমি ও আমার স্ত্রী দু'জনেই খুব ভালোবাসি।"