কলকাতা, 2 মে: বুধ থেকে আইএসএল ফাইনালের প্রস্তুতি শুরু করল মোহনবাগান। ডুরান্ড কাপ, আইএসএল শিল্ড জয়ের পরে আইএসএল চ্যাম্পিয়ন হতে মরিয়া সবুজ-মেরুন। ফলে বন্ধ দরজার আড়ালে শনিবার আইএসএল ফাইনালের জন্য প্রস্তুতিতে কোনও খামতি রাখতে রাজি নন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। প্রতিপক্ষ মুম্বই সিটি সবসময়ই সবুজ-মেরুনের শক্ত গাঁট। তাই নীতা আম্বানি, রণবীর কাপুর, আলিয়া ভাটের উপস্থিতিতে আইএসএল ফাইনাল যে উপভোগ্য হতে চলেছে বলাই বাহুল্য।
ইতিমধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে। তাই প্রত্যাশার চাপ সামলে জয়ের কড়ি জোগাড়ে কোনও ত্রুটি মোহনবাগান সুপার জায়ান্ট রাখতে রাজি নয়।
আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যকে মাথায় রেখে প্রস্তুতি চালানোর পাশাপাশি পরের মরশুমে দল গঠনের জন্যও তোড়জোর শুরু হয়ে গিয়েছে। নতুন মরশুমে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে সই করাতে চায় সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এ লিগের স্ট্রাইকারকে দলে পাওয়ার লড়াইয়েও সেখানে মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বই। গত পরশু মেলবোর্ন সিটি ছেড়েছেন ম্যাকলারেন ৷
সিটির প্রাক্তন স্ট্রাইকারকে তাই সই করাতে মোটা অর্থ খরচ হলেও দু'টো ক্লাবই তাতে পিছপা নয়। ভারতে মেলবোর্ন সিটির কাউন্টার পার্ট অর্থাৎ, সিটি গ্ৰুপের ক্লাব মুম্বই সিটিও বছর তিরিশের এই স্ট্রাইকারকে পেতে মরিয়া। যদিও বর্তমানে যা পরিস্থিতি তাতে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের পিছনে ফেলে দিয়েছে। বাগান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোসের একদা সতীর্থও বটে অজি স্ট্রাইকার ৷ যিনি ফুটবল জীবন শুরু করেছিলেন ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন রোভার্সে। এরপর ব্রিসবেন রোর্স, পার্থ গ্লোরিতে খেলার পর জার্মানিতেও খেলেছেন।
সদ্য শেষ হওয়া মরশুমে 27টি ম্যাচে 10টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন ম্যাকলারেন। এ লিগে তিনি ছ'বারের শীর্ষ গোলদাতা তিনি। মেলবোর্ন সিটির হয়ে দু'টি এ লিগ ট্রফি জিতেছেন। ফলে তাঁর গোল করার দক্ষতা প্রশ্নাতীত। এদিকে আর্মান্দো সাদিকুকে নিয়ে বিরক্ত মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। যেভাবে ওড়িশা এফসি'র বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে লাল কার্ড দেখেছেন তাতেও ক্ষুব্ধ সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তাঁর বদলি হিসেবেই কি ম্যাকলরেনকে সই করাতে ঝাঁপাচ্ছে মোহনবাগান? সেটা যদিও এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।
আরও পড়ুন:
- শুরু আইএসএল ফাইনালের টিকিট বিক্রি, মহারণে নেই নির্বাসিত সাদিকু
- স্বপ্নপূরণে ফের মুম্বই কাঁটা, দিমি-কামিংস জুটিতে জেতার অঙ্ক কষছেন হাবাস
- সুপার-সাব সাহালে সুরভিত বাগান, ওড়িশাকে হারিয়ে ফের আইএসএল ফাইনালে সবুজ-মেরুন