পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ঈশ্বরের পরিকল্পনা', শাহরুখের অনুপ্রেরণায় নাইটদের ঘুরে দাঁড়ানোর কাহিনী - KKR Win IPL 2024 - KKR WIN IPL 2024

KKR Win IPL 2024: কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে মন খারাপ করতে বারণ করেছিলেন শাহরুখ খান ৷ ইডেনের ড্রেসিংরুমে শাহরুখের অনুপ্রেরণায়, কীভাবে একটা দলের চিরত্র বদলে দিয়েছিল ? সেই কাহিনী সোশাল মিডিয়ায় তুলে ধরল কলকাতা নাইট রাইডার্স ৷

Shah Rukh Khan
শাহরুখ খান (ছবি: আইএএনএস)

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 10:54 PM IST

চেন্নাই, 27 মে: "জিজি মন খারাপ করো না ৷ যেমনটা রিঙ্কু বলেছে, আজকে এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল !" লিগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে 221 রান ডিফেন্ড করতে পারেনি কেকেআর ৷ জস বাটলার সেঞ্চুরি করে একাই সেদিন নাইটদের নিশ্চিত জয়কে হারে পরিণত করেছিলেন ৷ ম্যাচ শেষে ভেঙে পড়েছিলেন কেকেআরের ক্রিকেটাররা ৷ সেদিন ড্রেসিংরুমে মেন্টর গৌতম গম্ভীর এবং পুরো দলকে ওই কথাগুলি বলেছিলেন টিমের মালিক শাহরুখ ৷

সেদিনের 'বাদশাহি দাওয়াই' যেন ট্রফি জয়ের সঞ্জীবনী হিসেবে কাজ করেছিল ৷ রবিবার রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর, সেই কাহিনী তুলে ধরা হল 'নাইট ক্লাব'-এর ভিডিয়োতে ৷ শাহরুখের সেদিনের স্পিচের পর, কীভাবে প্রতিটি ম্যাচে দাপটের সঙ্গে পারফর্ম করেছিল গোটা দল ৷ মাঝে শুধু পঞ্জাব কিংসের বিরুদ্ধে 262 রান ডিফেন্ড করতে নেমে ব্যর্থ হয়েছিল কেকেআর ৷ কিন্তু, সেই হারের প্রভাব কেকেআর দলের উপর পড়েনি ৷ তারপর মুম্বইকে তাদের ঘরের মাঠে ও পরে ইডেনে হারিয়েছিলেন শ্রেয়স আইয়াররা ৷

সেই সব ম্যাচের বিভিন্ন মুহূর্তকে শাহরুখের স্পিচের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সোশাল মিডিয়া পেজে তুলে ধরা হয়েছে ৷ উল্লেখ্য, সেদিনের স্পিচে শাহরুখ বলেছিলেন, "জিজি, তুমি একেবারেই মন খারাপ করো না ৷ আমরা সবাই আবার ঘুরে দাঁড়াব এবং আরও ভালো পারফর্ম করব ৷ এটা ঈশ্বরের পরিকল্পনা, যেমনটা রিঙ্কু বলল ৷ আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব ৷ যেখানে ঈশ্বরের অনেক ভালো পরিকল্পনা থাকবে ৷"

রবিবার রাতে চেন্নাইয়ে চিপকে তৃতীয়বার আইপিএল ট্রফি জিতে, ঈশ্বরের সেই 'অনেক ভালো' পরিকল্পনাকে বাস্তবায়িত করল মেন্টর গৌতমের কেকেআর ৷ মাঝে পঞ্জাব কিংসের ম্যাচকে 'দুর্ঘটনা' হিসেবে ভুলিয়ে দেওয়া যেতেই পারে ৷ কারণ, বাকি ম্যাচগুলিতে কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেক খেলোয়াড় দাপট দেখিয়েছেন ৷ বিশেষত, নাইটদের তরুণ ব্রিগেড ৷ অঙ্গকৃষ্ণ রঘুবংশী, বৈভব আরোরা, হর্ষিত রানা প্রথম আইপিএলে খেলছিলেন, এমনটা কখনই মনে হয়নি ৷ আর সেটাই এই ভিডিয়োতে তুলে ধরেছে নাইটরা ৷

ABOUT THE AUTHOR

...view details