পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্কারের অনুশীলনে ইউস্তে, বাগানে চোট-অস্বস্তি; ছন্দে ফেরার চেষ্টায় সাদা কালো শিবির - ISL 2024 25

সামনেই বড় ম্যাচ ৷ কেমন প্রস্তুতি চলছে কলকাতা ময়দানের তিনটি বড় দলের অন্দরে ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

ISL Preparations
আইএসএলের আগে অনুশীলন (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 21, 2024, 4:03 PM IST

Updated : Nov 21, 2024, 5:47 PM IST

কলকাতা, 21 নভেম্বর: আনোয়াররা যোগ দেবেন 26 নভেম্বর ৷ নিজেকে ফিট বলছেন হেক্টর ইউস্তে। সবমিলিয়ে একদিন ছুটি কাটিয়ে ফের অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের। আইএসএলে লাল হলুদের পরবর্তী ম্যাচ আগামী 29 নভেম্বর। মাঝে সপ্তাহখানেকের বেশি সময় পাবেন অস্কার। তাতে কী ? ঢিলেমি দিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ ।

বুধবার ফিটনেস বাড়ানোর প্রক্রিয়ার মধ্যেই আক্রমণভাগে জোর দিলেন তিনি। নর্থ ইস্টের বিরুদ্ধে কার্ড সমস্যায় নন্দকুমার ও মহেশ নওরেম সিংকে পাওয়া যাবে না। সায়ন বন্দ্যোপাধ্যায় ও পিভি বিষ্ণুকে তৈরি করে রাখছেন বিকল্প হিসেবে। এছাড়া, যাঁরা বুধবারের অনুশীলনে এসেছিলেন তাঁদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন অস্কার ৷

অনুশীলনে যোগ দিলেও সাইডলাইনে ছিলেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ৷ তাঁর সঙ্গী ছিলেন নিশু কুমার। জগিং করার সময় হেক্টর বলেন, "আমি পুরোপুরি ফিট ।" জাতীয় শিবিরে খেলতে গিয়েছেন আনোয়ার, জিকসন। পাশাপাশি নিজের দেশ জর্ডনের জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছেন হিজাজি । তাঁদের আগামী 25 নভেম্বর পর্যন্ত ছুটি দিয়েছেন লাল হলুদ কোচ। অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের সহ সভাপতির পদ ছেড়েছেন রাহুল টোডি ।

প্রাপ্তি প্রতিশ্রুতি ও আশ্বাস ! রেফারিং নিয়ে ফেডারেশনে নালিশ ইস্টবেঙ্গলের

শুক্রবার আসছেন মহামেডান মিডফিল্ডার আলেক্সিস গোমেজ। মেয়ে হওয়ায় তিনি দেশে ফিরে গিয়েছিলেন ৷ বুধবার সকালে রাজারহাট এনসিএ'তে নিজেদের রিজার্ভ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে মহামেডান । 2-1 গোলে জিতে যায় মহামেডান সিনিয়র দল। দুটি গোলই করেন সিজার মাঞ্জকি। রিজার্ভ দলের হয়ে গোলটি করেন বামিয়া সামাদ। বৃহস্পতিবারও প্রস্তুতি ম্যাচ খেলছে মহামেডান । শুক্রবার দলকে ছুটি দিতে পারেন কোচ ।

অন্যদিকে, ভারতীয় দল থেকে ফিরে মোহনবাগানে যোগ দিলেন বিশাল কাইথ, লিস্টন, মনবীর ও আপুইয়া । তবে আপুইয়া আধঘণ্টা অনুশীলন করেই মাঠ ছাড়লেন ৷ এদিকে অনিরুধ থাপা ও গ্রেগ দু'জনেই সাইডলাইনে ছিলেন । অন্যদিকে, বুধবার প্রয়াত হন মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ডঃ সমীর কুমার চট্টোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল 68 বছর। সেই কারণে ক্লাবের পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে ।

ছিটকে গেলেন স্টুয়ার্ট-আশিস, অনিশ্চিত অনিরুদ্ধ ! চোট কাঁটায় জর্জরিত বাগান

Last Updated : Nov 21, 2024, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details