কলকাতা, 21 নভেম্বর: আনোয়াররা যোগ দেবেন 26 নভেম্বর ৷ নিজেকে ফিট বলছেন হেক্টর ইউস্তে। সবমিলিয়ে একদিন ছুটি কাটিয়ে ফের অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের। আইএসএলে লাল হলুদের পরবর্তী ম্যাচ আগামী 29 নভেম্বর। মাঝে সপ্তাহখানেকের বেশি সময় পাবেন অস্কার। তাতে কী ? ঢিলেমি দিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ ।
বুধবার ফিটনেস বাড়ানোর প্রক্রিয়ার মধ্যেই আক্রমণভাগে জোর দিলেন তিনি। নর্থ ইস্টের বিরুদ্ধে কার্ড সমস্যায় নন্দকুমার ও মহেশ নওরেম সিংকে পাওয়া যাবে না। সায়ন বন্দ্যোপাধ্যায় ও পিভি বিষ্ণুকে তৈরি করে রাখছেন বিকল্প হিসেবে। এছাড়া, যাঁরা বুধবারের অনুশীলনে এসেছিলেন তাঁদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন অস্কার ৷
অনুশীলনে যোগ দিলেও সাইডলাইনে ছিলেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ৷ তাঁর সঙ্গী ছিলেন নিশু কুমার। জগিং করার সময় হেক্টর বলেন, "আমি পুরোপুরি ফিট ।" জাতীয় শিবিরে খেলতে গিয়েছেন আনোয়ার, জিকসন। পাশাপাশি নিজের দেশ জর্ডনের জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছেন হিজাজি । তাঁদের আগামী 25 নভেম্বর পর্যন্ত ছুটি দিয়েছেন লাল হলুদ কোচ। অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের সহ সভাপতির পদ ছেড়েছেন রাহুল টোডি ।