মুম্বই, 29 সেপ্টেম্বর: আসন্ন মরশুমের আগে নিলাম থেকে শুরু করে ক্রিকেটার ধরে রাখা, আইপিএলের বিভিন্ন ক্ষেত্রে আসছে একাধিক বদল ৷ 2025 আইপিএলে আত্মপ্রকাশ ঘটছে ক্রিকেটারদের ম্য়াচ ফি'র বিষয়টিও ৷ খোলনলচে অনেকটাই বদলে আইপিএলের নয়া সংস্করণের আগে আরও একটি নিয়ম বেশ চর্চায় এসেছে ৷ নিলামে বিক্রিত হওয়ার পরও নানা অজুহাতে ক্রিকেটাররা নাম প্রত্যাহার করে নেন আইপিএল থেকে ৷ এবার থেকে এমনটা হলে সংশ্লিষ্ট ক্রিকেটার দু'বছরের জন্য নিষিদ্ধ হবেন আইপিএল থেকে ৷
বোর্ড এহেন সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ ইরফান পাঠান ৷ সোশাল মিডিয়ায় নয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রাক্তন অলরাউন্ডার ৷ আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "নিলামে বিক্রিত হওয়া কোনও ক্রিকেটার যদি মরশুম শুরুর আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন, সেক্ষেত্রে আগামী দু'টি মরশুমে টুর্নামেন্টে অংশগ্রহণ এবং নিলামের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের ক্ষেত্রে ৷"