হায়দরাবাদ, 25 নভেম্বর: জেদ্দায় রবিবার ও সোমবার বসছে আইপিএল 2025 নিলামের আসর ৷ ইতিমধ্যেই আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিয়েছে বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷
নিলামের প্রথম দিনেই একের পর এক চমক ৷ আইপিএলের যাবতীয় ইতিহাস ভেঙে 27 কোটিতে বিক্রি হয়েছেন ঋষভ পন্থ ৷ আইপিএলজয়ী শ্রেয়স আইয়ারের দাম উঠেছে 26.75 কোটি টাকা ৷ ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে 23.75 কোটি টাকা খরচ করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ অন্যদিকে দলই পাননি তিনবার আইপিএলে কমলা টুপি জেতা ডেভিড ওয়ার্নার ৷
- আইপিএল 2025 মেগা নিলামের প্রথম দিনে বিক্রি হওয়া সমস্ত খেলোয়াড়ের তালিকা:-
আর্শদীপ সিং – পঞ্জাব কিংস (RTM) – 18 কোটি টাকা
কাগিসো রাবাদা - গুজরাত টাইটান্স - 10.75 কোটি টাকা
শ্রেয়স আইয়ার - পঞ্জাব কিংস - 26.75 কোটি টাকা
জোস বাটলার - গুজরাত টাইটান্স - 15.75 কোটি টাকা
মিচেল স্টার্ক - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 11.75 কোটি টাকা
ঋষভ পন্থ- লখনউ সুপার জায়ান্টস - 27 কোটি টাকা
মহম্মদ শামি - সানরাইজার্স হায়দেরাবাদ - 10 কোটি টাকা
ডেভিড মিলার - লখনউ সুপার জায়ান্টস - 7.5 কোটি টাকা
যুজবেন্দ্র চাহাল - পঞ্জাব কিংস - 18 কোটি টাকা
মহম্মদ সিরাজ - গুজরাত টাইটান্স - 12.25 কোটি টাকা
লিয়াম লিভিংস্টোন - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 8.75 কোটি টাকা
কেএল রাহুল - দিল্লি ক্যাপিটালস - 14 কোটি টাকা
হ্যারি ব্রুক - দিল্লি ক্যাপিটালস - 6.25 কোটি
এইডেন মার্করাম - লখনউ সুপার জায়ান্টস - 2 কোটি
ডেভন কনওয়ে - চেন্নাই সুপার কিংস - 6.25 কোটি টাকা
রাহুল ত্রিপাঠি - চেন্নাই সুপার কিংস - 3.40 কোটি
জেক ফ্রেজার-ম্যাকগার্ক - দিল্লি ক্যাপিটালস - ₹9 কোটি
হর্ষল প্যাটেল - সানরাইজার্স হায়দেরাবাদ - 8 কোটি টাকা
রাচিন রবীন্দ্র - চেন্নাই সুপার কিংস - 4 কোটি
রবিচন্দ্রন অশ্বিন - চেন্নাই সুপার কিংস - 9.75 কোটি
ভেঙ্কটেশ আইয়ার - কলকাতা নাইট রাইডার্স - 23.75 কোটি টাকা
মার্নাস স্টয়নিস - পঞ্জাব কিংস - 11 কোটি টাকা
মিচেল মার্শ - লখনউ সুপার জায়ান্টস - 3.40 কোটি
গ্লেন ম্যাক্সওয়েল - পঞ্জাব কিংস - 4.20 কোটি
কুইন্টন ডি’কক - কলকাতা নাইট রাইডার্স - 3.40 কোটি
ফিল সল্ট - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 11.50 কোটি টাকা
রহমানুল্লাহ গুরবাজ - কলকাতা নাইট রাইডার্স - 2 কোটি
ঈশান কিষাণ - সানরাইজার্স হায়দেরাবাদ - 11.25 কোটি টাকা
জিতেশ শর্মা - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 11 কোটি টাকা
জস হ্যাজলউড - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 12.50 কোটি টাকা
প্রসিদ্ধ কৃষ্ণ - গুজরাত টাইটান্স - 9.50 কোটি
আবেশ খান - লখনউ সুপার জায়ান্টস - 9.75 কোটি
অনরিখ নর্ৎজে- কলকাতা নাইট রাইডার্স - 6.50 কোটি
জোফরা আর্চার - রাজস্থান রয়্যালস - 12.50 কোটি টাকা
খলিল আহমেদ - চেন্নাই সুপার কিংস - 4.80 কোটি
টি নটরাজন - দিল্লি ক্যাপিটালস - 10.75 কোটি
ট্রেন্ট বোল্ট - মুম্বই ইন্ডিয়ান্স - 12.50 কোটি টাকা
মহেশ থিকশানা - রাজস্থান রয়্যালস - 4.40 কোটি
রাহুল চাহার - পঞ্জাব কিংস - 3.20 কোটি
অ্যাডাম জাম্পা - সানরাইজার্স হায়দেরাবাদ - 2.40 কোটি টাকা
ওয়ানিন্দু হাসরাঙ্গা - রাজস্থান রয়্যালস - 5.25 কোটি