পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2025 নিলামের প্রথম দিনে বিক্রি হলেন কারা ? রইল সম্পূর্ণ তালিকা - IPL 2025 AUCTION DAY 1

27 কোটিতে বিক্রি হয়েছেন পন্থ ৷ দলই পাননি ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো ৷ আইপিএলের প্রথম দিনে কে কোন দলে গেলেন ? রইল বিস্তারিত...

IPL 2025 Auction Day 1 Updates
আইপিএল 2025 নিলাম (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 25, 2024, 8:12 AM IST

হায়দরাবাদ, 25 নভেম্বর: জেদ্দায় রবিবার ও সোমবার বসছে আইপিএল 2025 নিলামের আসর ৷ ইতিমধ্যেই আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিয়েছে বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷

নিলামের প্রথম দিনেই একের পর এক চমক ৷ আইপিএলের যাবতীয় ইতিহাস ভেঙে 27 কোটিতে বিক্রি হয়েছেন ঋষভ পন্থ ৷ আইপিএলজয়ী শ্রেয়স আইয়ারের দাম উঠেছে 26.75 কোটি টাকা ৷ ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে 23.75 কোটি টাকা খরচ করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ অন্যদিকে দলই পাননি তিনবার আইপিএলে কমলা টুপি জেতা ডেভিড ওয়ার্নার ৷

  • আইপিএল 2025 মেগা নিলামের প্রথম দিনে বিক্রি হওয়া সমস্ত খেলোয়াড়ের তালিকা:-

আর্শদীপ সিং – পঞ্জাব কিংস (RTM) – 18 কোটি টাকা

কাগিসো রাবাদা - গুজরাত টাইটান্স - 10.75 কোটি টাকা

শ্রেয়স আইয়ার - পঞ্জাব কিংস - 26.75 কোটি টাকা

জোস বাটলার - গুজরাত টাইটান্স - 15.75 কোটি টাকা

মিচেল স্টার্ক - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 11.75 কোটি টাকা

ঋষভ পন্থ- লখনউ সুপার জায়ান্টস - 27 কোটি টাকা

মহম্মদ শামি - সানরাইজার্স হায়দেরাবাদ - 10 কোটি টাকা

ডেভিড মিলার - লখনউ সুপার জায়ান্টস - 7.5 কোটি টাকা

যুজবেন্দ্র চাহাল - পঞ্জাব কিংস - 18 কোটি টাকা

মহম্মদ সিরাজ - গুজরাত টাইটান্স - 12.25 কোটি টাকা

লিয়াম লিভিংস্টোন - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 8.75 কোটি টাকা

কেএল রাহুল - দিল্লি ক্যাপিটালস - 14 কোটি টাকা

হ্যারি ব্রুক - দিল্লি ক্যাপিটালস - 6.25 কোটি

এইডেন মার্করাম - লখনউ সুপার জায়ান্টস - 2 কোটি

ডেভন কনওয়ে - চেন্নাই সুপার কিংস - 6.25 কোটি টাকা

রাহুল ত্রিপাঠি - চেন্নাই সুপার কিংস - 3.40 কোটি

জেক ফ্রেজার-ম্যাকগার্ক - দিল্লি ক্যাপিটালস - ₹9 কোটি

হর্ষল প্যাটেল - সানরাইজার্স হায়দেরাবাদ - 8 কোটি টাকা

রাচিন রবীন্দ্র - চেন্নাই সুপার কিংস - 4 কোটি

রবিচন্দ্রন অশ্বিন - চেন্নাই সুপার কিংস - 9.75 কোটি

ভেঙ্কটেশ আইয়ার - কলকাতা নাইট রাইডার্স - 23.75 কোটি টাকা

মার্নাস স্টয়নিস - পঞ্জাব কিংস - 11 কোটি টাকা

মিচেল মার্শ - লখনউ সুপার জায়ান্টস - 3.40 কোটি

গ্লেন ম্যাক্সওয়েল - পঞ্জাব কিংস - 4.20 কোটি

কুইন্টন ডি’কক - কলকাতা নাইট রাইডার্স - 3.40 কোটি

ফিল সল্ট - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 11.50 কোটি টাকা

রহমানুল্লাহ গুরবাজ - কলকাতা নাইট রাইডার্স - 2 কোটি

ঈশান কিষাণ - সানরাইজার্স হায়দেরাবাদ - 11.25 কোটি টাকা

জিতেশ শর্মা - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 11 কোটি টাকা

জস হ্যাজলউড - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 12.50 কোটি টাকা

প্রসিদ্ধ কৃষ্ণ - গুজরাত টাইটান্স - 9.50 কোটি

আবেশ খান - লখনউ সুপার জায়ান্টস - 9.75 কোটি

অনরিখ নর্ৎজে- কলকাতা নাইট রাইডার্স - 6.50 কোটি

জোফরা আর্চার - রাজস্থান রয়্যালস - 12.50 কোটি টাকা

খলিল আহমেদ - চেন্নাই সুপার কিংস - 4.80 কোটি

টি নটরাজন - দিল্লি ক্যাপিটালস - 10.75 কোটি

ট্রেন্ট বোল্ট - মুম্বই ইন্ডিয়ান্স - 12.50 কোটি টাকা

মহেশ থিকশানা - রাজস্থান রয়্যালস - 4.40 কোটি

রাহুল চাহার - পঞ্জাব কিংস - 3.20 কোটি

অ্যাডাম জাম্পা - সানরাইজার্স হায়দেরাবাদ - 2.40 কোটি টাকা

ওয়ানিন্দু হাসরাঙ্গা - রাজস্থান রয়্যালস - 5.25 কোটি

নূর আহমেদ - চেন্নাই সুপার কিংস - 10 কোটি টাকা

অথর্ব তাইদে - সানরাইজার্স হায়দেরাবাদ - 30 লক্ষ

নেহাল ওয়াধেরা - পঞ্জাব কিংস - 4.20 কোটি

আংক্রিশ রঘুবংশী - কলকাতা নাইট রাইডার্স - 3 কোটি

করুণ নায়ার - দিল্লি ক্যাপিটালস - 50 লক্ষ

অভিনব মনোহর - সানরাইজার্স হায়দেরাবাদ - 3.20 কোটি

নিশান্ত সিন্ধু - গুজরাত টাইটান্স - 30 লাখ

সমীর রিজভি - দিল্লি ক্যাপিটালস - 95 লাখ

নমন ধীর - মুম্বই ইন্ডিয়ান্স - 5.25 কোটি

আব্দুল সামাদ - লখনউ সুপার জায়ান্টস - 4.20 কোটি টাকা

হারপ্রীত ব্রার - পঞ্জাব কিংস - 1.50 কোটি টাকা

বিজয় শঙ্কর - চেন্নাই সুপার কিংস - 1.20 কোটি টাকা

মহিপাল লোমরর - গুজরাত টাইটান্স - 1.70 কোটি টাকা

আশুতোষ শর্মা - দিল্লি ক্যাপিটালস - 3.80 কোটি

কুমার কুশাগরা - গুজরাত টাইটান্স - 65 লাখ

রবিন মিঞ্জ - মুম্বই ইন্ডিয়ান্স - 65 লাখ

অনুজ রাওয়াত - গুজরাত টাইটান্স - 30 লাখ

আরিয়ান জুয়াল - লখনউ সুপার জায়ান্টস - 30 লাখ

বিষ্ণু বিনোদ - পঞ্জাব কিংস - 95 লাখ

রসিক দার - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 6.50 কোটি টাকা

আকাশ মাধওয়াল - রাজস্থান রয়্যালস - 1.20 কোটি টাকা

মোহিত শর্মা - দিল্লি ক্যাপিটালস - 2.20 কোটি

বিজয় কুমার বৈশ্য - পঞ্জাব কিংস - 1.80 কোটি টাকা

বৈভব অরোরা - কলকাতা নাইট রাইডার্স - 1.80 কোটি টাকা

যশ ঠাকুর - পঞ্জাব কিংস - 1.60 কোটি টাকা

সিমরনজিৎ সিং - সানরাইজার্স হায়দেরাবাদ - 1.50 কোটি টাকা

সুয়শ শর্মা - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 2.60 কোটি

কর্ণ শর্মা - মুম্বই ইন্ডিয়ান্স - 50 লাখ

মায়াঙ্ক মার্কন্ডে - কলকাতা নাইট রাইডার্স - 30 লাখ

কার্তিকেয় সিং - রাজস্থান রয়্যালস - 30 লক্ষ

মানব সুথার - গুজরাত টাইটান্স - 30 লাখ

  • 2025 সালের আইপিএল নিলামের প্রথম দিনে অবিক্রিত থাকা সমস্ত খেলোয়াড়ের তালিকা:-

দেবদূত পাড্ডিকল

ডেভিড ওয়ার্নার

জনি বেয়ারস্টো

ওয়াকার সালামখেল

আনমোলপ্রীত সিং (আনক্যাপড)

যশ ধুল

উৎকর্ষ সিং

উপেন্দ্র যাদব

লাভনিথ সিসোদিয়া

কার্তিক ত্যাগী

পীযূষ চাওলা

রবিবারের পর এবার সোমবার বসছে IPL 2025 মেগা নিলাম ৷ ফ্র্যাঞ্চাইজি লিগের যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে ৷ নিলামের সরাসরি সম্প্রচার দেখতে ক্লিক করুন এই লিঙ্কে ETV Bharat IPL Auction 2025 Live Update ...

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details