কলকাতা, 9 ফেব্রুয়ারি: নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচের আগে কার্লেস কুয়াদ্রাতের সাংবাদিক সম্মেলনে ঢুকলে বিভ্রম হতে বাধ্য ৷ আইএসএলের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি ৷ অথচ দল কিংবা প্রতিপক্ষ নিয়ে লাল-হলুদ কোচ সময় ব্যয় করলেন মাত্র দেড়মিনিট ৷ তাঁর 15 মিনিটের সাংবাদিক সম্মেলনের বাকি সময়টা ব্যয় হল আইএসএলে খারাপ রেফারিং নিয়ে ৷ দেশের এক নম্বর ফুটবল লিগে রেফারিংয়ের মানোন্নয়ন নিয়ে সমবেত চিৎকার, যা এখন কার্যত বিক্ষোভে পরিণত হয়েছে ৷
ক্লাব কর্তা থেকে ফুটবলার সবাই সরব ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে সেটাই কার্লেস কুয়াদ্রাতের মুখে লাভা স্রোত হয়ে বেরিয়ে এল ৷ তাঁর বিস্ফোরক সব অভিযোগের নির্যাস হল, "2016 সাল থেকে আমি ভারতে কোচিং করাচ্ছি ৷ এত বাজে রেফারিং দেখিনি ৷ এখন রেফারিরা ম্যাচে সমতা রাখার লক্ষ্য নিয়ে নামেন ৷ একটা পেনাল্টি বা লাল কার্ড আপনার পক্ষে গেলে, রেফারি সেটা ব্যালান্স করার চেষ্টা করেন ৷ ডার্বিতে সেদিন মোহনবাগান 2-1 গোলে এগিয়ে থাকলে, বক্সে নন্দকে সাহালের ধাক্কাটা ফাউল হত ৷ কিংবা, দিমিত্রি কার্ড দেখত ওভাবে সায়নকে ধাক্কা মারার জন্য ৷ শুধু ডার্বি নয়, ওড়িশা ম্যাচেও দেখেছি একই ঘটনা ৷ আইএসএলে আমরা দু’টো ম্যাচ জিতেছি ৷ রেফারিরা নিরপেক্ষ থাকলে আমরা আরও কয়েকটি ম্যাচ জিততে পারতাম ৷ এমন নয় আমরা ভুল করিনি ৷ কিন্তু, খারাপ রেফারিংও আমাদের পিছিয়ে দিয়েছে ৷"
পাশাপাশি কুয়াদ্রাতের বক্তব্য, রেফারিদেরও দায়িত্ব ফুটবলারদের রক্ষা করা ৷ তিনি বলেন, "লিগের ভালো ফুটবলারদের রক্ষা করা উচিত রেফারিদের ৷ ডার্বিতে মহেশকে একাধিকবার ফাউল করা হলেও, রেফারি কিছু করেননি ৷ আবার এর আগে ওড়িশা ম্যাচে মোহনবাগানের সাহালকে ফাউল করা হল, যার জন্য বেচারা এশিয়ান কাপে ভারতের হয়ে সেভাবে খেলতেই পারল না ৷ অথচ ওই ম্যাচে রেফারি ফাউলের জন্য দোষী ফুটবলারকে কিছুই করেননি ৷"