পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রেফারিং নিয়ে বিস্ফোরক কুয়াদ্রাত, নর্থ-ইস্ট ম্যাচের আগে চোট ও কার্ড সমস্যা ইস্টবেঙ্গলে

North-East United vs East Bengal in ISL: নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচের আগে চোট ও কার্ড সমস্যা ইস্টবেঙ্গলে ৷ আর তার উপর ফের একবার আইএসএল-এর রেফারিং নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ অভিযোগ করলেন সমতা বজায় রাখার নীতি পালন করতে গিয়ে, ন্যায্য ফাউল দিচ্ছেন না রেফারিরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 12:34 PM IST

নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচের আগে রেফারিং নিয়ে ফের বিস্ফোরক কার্লেস কুয়াদ্রাত

কলকাতা, 9 ফেব্রুয়ারি: নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচের আগে কার্লেস কুয়াদ্রাতের সাংবাদিক সম্মেলনে ঢুকলে বিভ্রম হতে বাধ্য ৷ আইএসএলের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি ৷ অথচ দল কিংবা প্রতিপক্ষ নিয়ে লাল-হলুদ কোচ সময় ব্যয় করলেন মাত্র দেড়মিনিট ৷ তাঁর 15 মিনিটের সাংবাদিক সম্মেলনের বাকি সময়টা ব্যয় হল আইএসএলে খারাপ রেফারিং নিয়ে ৷ দেশের এক নম্বর ফুটবল লিগে রেফারিংয়ের মানোন্নয়ন নিয়ে সমবেত চিৎকার, যা এখন কার্যত বিক্ষোভে পরিণত হয়েছে ৷

ক্লাব কর্তা থেকে ফুটবলার সবাই সরব ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে সেটাই কার্লেস কুয়াদ্রাতের মুখে লাভা স্রোত হয়ে বেরিয়ে এল ৷ তাঁর বিস্ফোরক সব অভিযোগের নির্যাস হল, "2016 সাল থেকে আমি ভারতে কোচিং করাচ্ছি ৷ এত বাজে রেফারিং দেখিনি ৷ এখন রেফারিরা ম্যাচে সমতা রাখার লক্ষ্য নিয়ে নামেন ৷ একটা পেনাল্টি বা লাল কার্ড আপনার পক্ষে গেলে, রেফারি সেটা ব্যালান্স করার চেষ্টা করেন ৷ ডার্বিতে সেদিন মোহনবাগান 2-1 গোলে এগিয়ে থাকলে, বক্সে নন্দকে সাহালের ধাক্কাটা ফাউল হত ৷ কিংবা, দিমিত্রি কার্ড দেখত ওভাবে সায়নকে ধাক্কা মারার জন্য ৷ শুধু ডার্বি নয়, ওড়িশা ম্যাচেও দেখেছি একই ঘটনা ৷ আইএসএলে আমরা দু’টো ম্যাচ জিতেছি ৷ রেফারিরা নিরপেক্ষ থাকলে আমরা আরও কয়েকটি ম্যাচ জিততে পারতাম ৷ এমন নয় আমরা ভুল করিনি ৷ কিন্তু, খারাপ রেফারিংও আমাদের পিছিয়ে দিয়েছে ৷"

পাশাপাশি কুয়াদ্রাতের বক্তব্য, রেফারিদেরও দায়িত্ব ফুটবলারদের রক্ষা করা ৷ তিনি বলেন, "লিগের ভালো ফুটবলারদের রক্ষা করা উচিত রেফারিদের ৷ ডার্বিতে মহেশকে একাধিকবার ফাউল করা হলেও, রেফারি কিছু করেননি ৷ আবার এর আগে ওড়িশা ম্যাচে মোহনবাগানের সাহালকে ফাউল করা হল, যার জন্য বেচারা এশিয়ান কাপে ভারতের হয়ে সেভাবে খেলতেই পারল না ৷ অথচ ওই ম্যাচে রেফারি ফাউলের জন্য দোষী ফুটবলারকে কিছুই করেননি ৷"

রেফারিং নিয়ে এটা যদি কুয়াদ্রাতের ক্ষোভের প্রথম ভাগ হয় ৷ তাহলে দ্বিতীয় ও তৃতীয় ভাগে থাকবে শৌভিক চক্রবর্তীর কার্ড সমস্যা ও ক্রীড়াসূচিতে ভারসাম্যের অভাব ৷ লাল হলুদ কোচ অভিযোগ করেছেন, "সুপার কাপে কার্ড দেখায় আইএসএলে সাসপেন্ড থাকছেন শৌভিক ৷ সেক্ষেত্রে আগেই চারটে কার্ড দেখায় সুপার কাপে খেললো কীভাবে ৷ নভেম্বরে পুরো দল যখন ছিল, তখন আমরা দু’টো ম্যাচ খেললাম ৷ অক্টোবরেও দু’টো ম্যাচ খেলেছি ৷ এখন হঠাৎ করেই পাঁচ সপ্তাহে ন’টা ম্যাচ খেলতে হচ্ছে ৷ ফেডারশনের বিষয়টি দেখা উচিত ৷"

কার্ড সমস্যায় শৌভিক চক্রবর্তী নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে নেই ৷ সাওল ক্রেসপোর গুরুতর চোট ৷ তিনি অন্তত একমাস বাইরে থাকবেন ৷ কুয়াদ্রাত জানিয়েছেন ক্রেসপোর চোট কতদিনে সারবে তা জানা নেই ৷ ফলে মাঝমাঠের ভারসাম্যে যে বড় ধাক্কা লেগেছে, তা লাল-হলুদ কোচ না বললেও বুঝতে অসুবিধা হচ্ছে না ৷ আইএসএলে ছয় ম্যাচ অপরাজিত ইস্টবেঙ্গল ৷ কিন্তু, সেই অপরাজেয় যাত্রায় জয়ের সংখ্যা মাত্র দুই ৷ নক-আউট পর্বে যেতে হলে জয় জরুরি বলছেন কার্লেস কুয়াদ্রাত ৷

প্রথম পর্বে ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডকে পাঁচ গোলে হারিয়ে ছিল ইস্টবেঙ্গল ৷ এবার গুয়াহাটির মাটি থেকে জয় তুলে নিয়ে আসার চ্যালেঞ্জ ৷ যা সামলাতে পারলে ইস্টবেঙ্গলকে প্রথম ছয়ের বৃত্তের কাছাকাছি পৌঁছে দেবে ৷ সেই লক্ষ্যে সফল হতে নতুন করে ব্লুপ্রিন্ট তৈরি করছেন কুয়াদ্রাত ৷ এদিকে ইস্টবেঙ্গলের ষষ্ট বিদেশি ফেলিসিও ব্রাউন আজ গুয়াহাটিতে দলের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন ৷

আরও পড়ুন:

  1. নজর টানছেন ভাসকুয়েজ, অনুশীলনে খাবরা; এবার জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
  2. টেকনিক্যাল কমিটির রদবদল থেকে রোজের কাজ, বিতর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
  3. ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং

ABOUT THE AUTHOR

...view details