ভদোদরা, 22 ডিসেম্বর: যেখানে টি-20 সিরিজ শেষ করেছিল, সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ শুরু করল ভারত ৷ বিশাল ব্যবধানে জিতে তিনম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি ৷ জয়ে ব্য়াট হাতে অবশ্য নেতৃত্ব দিলেন স্মৃতি মন্ধনা ৷ শতরান মাঠে রেখে এলেন বটে, কিন্তু তাঁর 91 রানের ইনিংসে ভর করেই সিরিজের প্রথম ম্যাচে ক্য়ারিবিয়ানদের 211 রানে হারাল ভারত ৷
91 রান করে দলকে ম্য়াচ জেতালেন তিনি ৷ তবে বরোদায় এদিন অনন্য রেকর্ডে নিজের নাম তুলে ফেললেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর ৷ যে নজির গড়ে সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বিরাট কোহলিদের মত কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসে পড়লেন ডানহাতি ব্যাটার ৷ মিতালি রাজের পর ভারতীয় মহিলা দলের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে 1,000 রানের নজির গড়লেন তিনি ৷ অধিনায়ক হিসেবে ওয়ান-ডে'তে হাজার রান পূর্ণ করার তালিকায় রয়েছে সচিন, ধোনি, কোহলিদের নামও ৷ সামগ্রিকভাবে দশম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ডে নিজের নাম জুড়লেন হরমনপ্রীত ৷