পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চোটের ভুয়ো রিপোর্টকে তুলোধনা, সংবাদমাধ্যমকে তোপ দেগে সত্যিটা জানালান শামি - MOHAMMED SHAMI

SHAMI DENIES RUMORS: চোটের খবর ভুয়ো ৷ বাইশ গজে ফেরার আগে রিহ্য়াবের সঠিক পথেই রয়েছেন তিনি ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে ক্ষুব্ধ মহম্মদ শামি ৷ কী বললেন তিনি?

MOHAMMED SHAMI
মহম্মদ শামি (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Oct 3, 2024, 3:27 PM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর:রিহ্যাব চলাকালীন হাঁটুর চোটের জায়গায় পুনরায় অস্বস্তি অনুভব করায় মাঠে ফেরা পিছিয়ে যাচ্ছে মহম্মদ শামির ৷ এমনকী বছরশেষে অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফিতে উত্তরপ্রদেশ পেসারের অংশগ্রহণও অনিশ্চিত বলে সম্প্রতি দাবি করা হয় বিভিন্ন রিপোর্টে ৷ বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের এইসব রিপোর্ট পুরোপুরি ভুয়ো বলে জানিয়ে দিলেন খোদ মহম্মদ শামি ৷ সংবাদমাধ্যমের বিরুদ্ধে তোপ দেগে স্পিডস্টার অনুরাগীদের জানালেন মিথ্যে খবর থেকে দূরে থাকতে ৷

বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর চোটের খবরের কাটআউট এক জায়গায় করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন শামি ৷ সেখানে তিনি লেখেন, "কেন ভিত্তিহীন এই গুজবগুলো ছড়ানো হচ্ছে? আমি কঠোর পরিশ্রম করছি এবং সুস্থ হয়ে ফেরার সবরকম চেষ্টা করছি ৷ না বিসিসিআই, না তো আমি কেউই কোথাও বলিনি যে আমি বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ছিটকে গিয়েছি ৷ আমি সাধারণ মানুষের উদ্দেশে বলছি ভিত্তিহীন এইসব খবরে কান না-দিতে ৷ এসব বন্ধ করুন ৷ আমার বিবৃতি ছাড়া এসব মিথ্যে খবর ছড়ানো বন্ধ করুন ৷"

2023 বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত বাইশ গজে দেখা যায়নি মহম্মদ শামিকে ৷ হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন শেষমুহূর্তের রিহ্যাবে রয়েছেন শামি ৷ দিনকয়েক আগে বেঙ্গল ক্রিকেট অ্য়াসোসিয়েশনের এক অনুষ্ঠানে এসে ডানহাতি পেসার জানিয়েছিলেন, কোনওরকম তাড়াহুড়ো করতে চান না ৷ পুরো সুস্থ হয়েই তিনি বাইশ গজে ফিরতে চান ৷ একইসঙ্গে প্রয়োজনে বাংলার হয়ে রঞ্জিতে নামতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছিলেন 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি ৷

কিন্তু সম্প্রতি, বেশ কিছু রিপোর্ট দাবি করে রিহ্যাবে নতুন করে চোট পেয়েছেন শামি ৷ তাঁর বাইশ গজে ফেরা আরও দীর্ঘায়িত হতে চলেছে ৷ বুধবার রাতে এইসব ভুয়ো রিপোর্ট পত্রপাঠ খারিজ করে দিলেন উত্তরপ্রদেশ ক্রিকেটার ৷ এরপর মনে করা হচ্ছে শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন তিনি ৷ পরিকল্পনামত রঞ্জির মাধ্যমে বাইশ গজে কামব্য়াকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এক্ষেত্রে ৷ তাহলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে কি দেখা যাবে তারকা পেসারকে, চোটের খবর মিথ্যে হওয়ায় সম্ভাবনা বাড়ল বৈকি ৷

ABOUT THE AUTHOR

...view details