প্যারিস, 2 অগস্ট: ব্যক্তিগত রাউন্ডে সামান্য ভুলে হারতে হয়েছিলে ৷ মোক্ষম সময়ে লক্ষ্যভেদ হয়নি ৷ মিক্সড ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ভুল শুধরে নিলেন ধীরজ বোম্মাদেভারা ৷ অঙ্কিতা ভকতকে সঙ্গী করে দেশকে সেমি-ফাইনালে তুললেন অন্ধ্রের তিরন্দাজ ৷ শেষ আটে স্পেনকে 5-3 ব্যবধানে হারাল ভারত ৷
প্রথম সেটেই 38-37 পয়েন্টে স্পেনের কানালস এলিয়া ও আছা গঞ্জালেজ পাবলোর জুটিকে হারিয়ে দেন ধীরজ-অঙ্কিতা ৷ দ্বিতীয় সেট টাই হয় ৷ 38 পয়েন্ট করে পায় দুই দল ৷ তৃতীয় সেট জিতে নেয় স্পেন ৷ 37-36 ব্যবধানে ভারতকে হারিয়ে দেন কানালস এলিয়া ও আছা গঞ্জালেজ পাবলোর জুটি ৷ চতুর্থ ও নির্ণায়ক সেটে অনবদ্য হয়ে ওঠেন ধীরজ ৷ দু’টি শটেই চাঁদমারির মাঝে তির রাখেন বোম্মাদেভারা ৷ অন্ধ্রের তিরন্দাজের 20 পয়েন্টের শটেই স্প্যানিস আর্মাডাকে পিছনে ফেলে ভারত ৷ 37-36 ব্য়বধানে চতুর্থ সেট ও ম্যাচ জেতেন নীল জার্সিধারীরা ৷