পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দশজনে ব্রিটিশ 'বধ', শুট-আউটে জিতে হকির সেমিতে ভারত - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

INDIA BEAT GREAT BRITAIN: দশজনে খেলে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারাল ভারত ৷ শুট-আউটে জিতে ফের অলিম্পিক্স হকির সেমিফাইনালে ভারত ৷ ভারতের হয়ে ম্য়াচ জয়ের নায়ক গোলরক্ষক পিআর শ্রীজেশ ৷

INDIA BEAT GREAT BRITAIN
হকির সেমিতে ভারত (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 3:18 PM IST

Updated : Aug 4, 2024, 3:57 PM IST

প্যারিস, 4 অগস্ট: দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই মার্চিং অর্ডার অমিত রোহিদাসকে ৷ 17 মিনিটে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ার পর ভারতের সেমিফাইনালে পৌঁছনোর আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই ৷ কিন্তু ভাগ্যদেবতা রবিবার অন্য কিছু লিখে রেখেছিলেন ভারতীয় হকি দলের জন্য ৷ দশজনেই গ্রেট ব্রিটেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিক্স হকির সেমিফাইনালে পা রাখল ভারত ৷ শুট-আউটে ভারত জিতল 4-2 গোলে, সৌজন্যে পিআর শ্রীজেশ ৷

17 মিনিটে দশজনে হয়ে যাওয়ার পর দমে যায়নি গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷ প্রতি আক্রমণে পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত ৷ পেনাল্টি কর্নার থেকেই 22 মিনিটে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ যদিও সেই গোল ধরে রাখতে পারেনি দশজনের ভারত ৷ 27 মিনিটে লি মর্টনের গোলে সমতায় ফেরে গ্রেট ব্রিটেন ৷ তারপরই খেলায় আধিপত্য বিস্তার করে নেয় ব্রিটিশরা ৷ তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে ব্রিটেনের মুহুর্মুহু আক্রমণের সামনে কোনওক্রমে দুর্গ অক্ষুণ্ণ রাখে ভারত ৷

সারা ম্যাচে এদিন 10টি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ব্রিটেন ৷ কিন্তু একটি পেনাল্টি কর্নার থেকেও গোল করতে পারেনি তারা ৷ পাশাপাশি গোল লক্ষ্য করে শট কিংবা বল পজেশনেও ভারতের তুলনায় এগিয়ে ছিল তাদের প্রতিপক্ষ ৷ কিন্তু জমাট রক্ষণ আর পিআর শ্রীজেশের অসাধারণ ক্ষিপ্রতায় দ্বিতীয়বারের জন্য গোল হজম থেকে বিরত থাকে ভারত ৷ নির্ধারিত সময় 1-1 শেষ হলে খেলা গড়ায় শুট-আউটে ৷

শুট-আউটে ভারতের চারজন প্লেয়ারই গোল করতে সক্ষম হলেও গোল করতে ব্যর্থ হন গ্রেট ব্রিটেনের তিন ৷ দুরন্ত গোলরক্ষা করে শেষ অলিম্পিক্সে দলকে শেষ চারে পৌঁছে দেন শ্রীজেশ ৷ ভারতের হয়ে শুট-আউটে গোলগুলি করেন হরমনপ্রীত সিং, সুখজিৎ সিং, ললিত উপাধ্যায় এবং রাজকুমার পাল ৷ জার্মানি বনাম আর্জেন্তিনার মধ্যে বিজয়ীর সঙ্গে সেমিতে মুখোমুখি হবে ভারত ৷

Last Updated : Aug 4, 2024, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details