পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আসবে প্রথম অলিম্পিক্স পদক ? প্যারিসে খরা কাটানোর লক্ষ্যে ভারতীয় তিরন্দাজরা - Indian Archery in Paris Olympics - INDIAN ARCHERY IN PARIS OLYMPICS

Paris Olympics 2024: 2012 লন্ডন অলিম্পিক্সের পর এই প্রথম 6 সদস্যের পূর্ণশক্তির দল নিয়ে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এ অংশ নিচ্ছে ভারতের তিরন্দাজি দল ৷ অ্যাক্রিডিটেশন কাণ্ডের জেরে দলের প্রধান কোচ বায়েক উং কি না-থাকা সত্ত্বেও প্রথম অলিম্পিক পদক আনতে মরিয়া তিরন্দাজরা ৷

DEEPIKA KUMARI
দীপিকা কুমারি (ওয়ার্ল্ড আর্চেরি -এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jul 24, 2024, 7:06 PM IST

প্যারিস, 24 জুলাই: বছর বদলায়, বদলায় ভেন্যু ৷ কিন্তু নিয়মিত অংশগ্রহণ সত্ত্বেও অলিম্পিক্সে পদকের খাতা খোলে না তিরন্দাজিতে ৷ স্বভাবতই প্যারিসে ভারতীয় তিরন্দাজদের এক এবং অদ্বিতীয় লক্ষ্য প্রথম পদক নিয়ে আসা ৷ যার শুরুটা হবে বৃহস্পতিতে ব়্যাংকিং নির্ধারণ পর্ব দিয়ে ৷ 2012 লন্ডন অলিম্পিক্সের পর এই প্রথম 6 সদস্যের পূর্ণশক্তির দল নিয়ে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এ অংশ নিচ্ছে তিরন্দাজি দল ৷

ব়্যাংকিংয়ের নিরিখে প্যারিসের যোগ্যতা অর্জন করেছে পুরুষ-মহিলা উভয় দলই ৷ সবমিলিয়ে অলিম্পিক্সে তিরন্দাজির 5টি বিভাগেই প্রতিনিধিত্ব রয়েছে ভারতীয়দের ৷ অভিজ্ঞ তরুণদীপ রাই এবং দীপিকা কুমারীর নেতৃত্বে পদকের সন্ধানে নামবেন তরুণ তিরন্দাজরা ৷ তরুণদীপ এবং দীপিকা, দু'জনেই চতুর্থবার অংশ নিচ্ছেন অলিম্পিক্সে ৷

  • প্যারিস অলিম্পিক্সে ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিট, যাঁরা ভিনদেশের পতাকা-বাহক

তিরন্দাজিতে পদক জয়ের রাস্তা মসৃণ করতে ব়্যাংকিং পর্ব যে ভীষণ গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না ৷ সেখানে প্রথম দশে শেষ করার অর্থ নক-আউট পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষদের মুখোমুখি হওয়া, যা পদক জয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করে ৷ টোকিয়োয় যোগ্যতা অর্জন পর্বে দেশের কোনও তিরন্দাজ প্রথম তিরিশে শেষ করতে না-পারায় পুরুষদের দলগত ইভেন্টে ভারতীয়দের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল নক-আউট পর্বে ৷

প্যারিসে যদিও পুরুষ দলকে নিয়ে পদকের স্বপ্ন ভারতীয় শিবিরে ৷ সাংহাইয়ে বিশ্বকাপ ফাইনালে কোরিয়াকে হারানোর পর সেই স্বপ্ন আরও জোরালো হয়েছে ৷ অভিজ্ঞ তরুণদীপ, টোকিয়ো অলিম্পিয়ান প্রবীণ যাদব ছাড়াও ভারতীয় দলে রয়েছেন ধীরজ বোম্মাদেবারা ৷ প্যারিসে তাঁর অলিম্পিক্স আত্মপ্রকাশ ঘটলেও দেশীয় তিরন্দাজিতে ভবিষ্যতের তারকা হিসেবে মনে করা হচ্ছে ধীরজকে ৷ গত মাসেই তাঁর ঝুলিতে এসেছে বিশ্বকাপ ব্রোঞ্জ (স্টেজ থ্রি), তাও আবার টোকিয়ো অলিম্পিক্সের রুপোজয়ীকে হারিয়ে ৷

একইভাবে নজর থাকবে গত এপ্রিলে বিশ্বকাপে (স্টেজ-1) রুপো জেতা 'সুপার মম' দীপিকার দিকে ৷ ধীরজ-দীপিকার লক্ষ্য থাকবে ব়্যাংকিং ইভেন্টে ভালো ফল করা, যাতে রিকার্ভ মিক্সড ইভেন্টেও পদকজয়ের আশা তৈরি হয় ৷ তুলনায় মহিলাদের দলকে কিছুটা কমজোরি বলে মনে করা হচ্ছে ৷ কারণটা অবশ্যই দীপিকা ছাড়া অভিজ্ঞ কোনও তিরন্দাজের দলে না-থাকা ৷ দীপিকা কুমারী ছাড়া মহিলা দলের বাকি দুই সদস্যা বাংলার অঙ্কিতা ভকত এবং হরিয়ানার ভজন কর ৷ গতবছর দু'জনে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন ৷

বিদেশি কোচকে ঘিরে সমস্যা: ভারতীয় তিরন্দাজ দলের অলিম্পিক প্রস্তুতি সম্প্রতি ধাক্কা খায় কোচ বায়েক উং কি'র অ্যাক্রিডিটেশন সমস্যায় ৷ জক্সে 10 দিনের প্রস্তুতি শিবিরে অংশ নিলেও এরপর তাঁকে দেশে ফিরতে হয় অ্যাক্রিডিটেশন সমস্য়ায় ৷ ঘটনার দায় আর্চেরি অ্যাসোসিয়েশন এবং দেশের অলিম্পিক সংস্থা একে অপরের কাঁধে ঠেললেও সত্যি এটাই যে উং কি'কে ছাড়াই অলিম্পিকে অংশ নেবে ভারতীয় দল ৷ পরিবর্তে দায়িত্ব সামলাবেন পুরুষ এবং মহিলা দলের কোচ সোনম সিম ভুটিয়া এবং পূর্ণিমা মাহাত ৷ এখন দেখার অলিম্পিক্সে এ যাবৎ কোয়ার্টার ফাইনালের হার্ডল না-পেরনো ভারতীয় তিরন্দাজি সব বাধা পেরিয়ে প্রথম পদক আনতে পারে কি না ৷

ABOUT THE AUTHOR

...view details