পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব়্যাংকিং পর্বে দুরন্ত অঙ্কিতা, সরাসরি কোয়ার্টারে দেশের মহিলা তিরন্দাজ দল - PARIS OLYMPICS 2024

Women's Archery Team Secure Direct Entry In QF: ব়্যাংকিং পর্বে দুরন্ত দমদমের মেয়ে অঙ্কিতা ভকত ৷ তাঁর সিজন বেস্ট পারফরম্য়ান্সের জেরে দল হিসেবে তিরন্দাজির ব়্যাংকিং ইভেন্টে চারে শেষ করল ভারত ৷ সেইসঙ্গে সরাসরি পৌঁছে গেল কোয়ার্টারে ৷ শেষ আটে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে ফ্রান্স অথবা নেদারল্য়ান্ডস ৷

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 3:48 PM IST

Updated : Jul 25, 2024, 5:25 PM IST

Womens Archery Team Secures Direct Entry In QF
সরাসরি কোয়ার্টারে দেশের মহিলা তিরন্দাজরা (ওয়ার্ল্ড আর্চেরি -এক্স)

প্যারিস, 25 জুলাই: দলের সবচেয়ে অভিজ্ঞ দীপিকা কুমারিকে ছাপিয়ে মহিলা তিরন্দাজির ব়্যাংকিং নির্ধারণ পর্বে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় মেলে ধরলেন অঙ্কিতা ভকত ৷ মূলত তাঁর সিজন বেস্ট পারফরম্য়ান্সের সৌজন্যেই ব়্যাংকিংয়ে দলগতভাবে চতুর্থস্থানে শেষ করল দেশের মহিলা তিরন্দাজরা ৷ একইসঙ্গে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন তাঁরা ৷ ব্যক্তিগত ব়্যাংকিং ইভেন্টে 11তম স্থানে শেষ করলেন অঙ্কিতা, যা তাঁর মরশুম সেরা ৷ সর্বাধিক 720 পয়েন্টের মধ্যে অঙ্কিতার ঝুলিতে এল 666 পয়েন্ট ৷

অঙ্কিতা উজ্জ্বল হলেও হতাশ করলেন এই নিয়ে চতুর্থবার অলিম্পিক্সের মঞ্চে পা রাখা দীপিকা কুমারী ৷ 658 পয়েন্ট নিয়ে তিনি শেষ করেন 23তম স্থানে ৷ ভারতীয় দলের আরেক সদস্য হরিয়ানার ভজন কর 659 পয়েন্ট নিয়ে শেষ করেন এক ধাপ উপরে অর্থাৎ 22তম স্থানে ৷ দল হিসেবে 1983 পয়েন্ট সংগ্রহ করে চারে জায়গা করে নেয় মহিলা তিরন্দাজি দল ৷ প্রথম তিনে শেষ করে ভারতের সঙ্গেই সরাসরি কোয়ার্টারে জায়গা করে নিয়েছে যথাক্রমে কোরিয়া রিপাবলিক, চিন এবং মেক্সিকো ৷

  • অশান্তির আবহে অলিম্পিক্সে হার দিয়ে শুরু কোপাজয়ী আর্জেন্তিনার, হতবাক লিও

ব়্যাংকিং পর্বে শীর্ষস্থানে শেষ করা কোরিয়ার ঝুলিতে এসেছে 2046 পয়েন্ট, চিনের ঝুলিতে 1996 পয়েন্ট এবং ভারতের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে তৃতীয়স্থানে শেষ করে মেক্সিকো ৷ ব়্যাংকিং পর্বে 694 পয়েন্ট ঝুলিত পুরে বিশ্বরেকর্ড করেন সিহিয়ন লিম ৷ দলগত ভাবেও পয়েন্ট সংগ্রহের নিরিখে নিজেদের গত অলিম্পিক্সের রেকর্ড ভেঙে নয়া গেমস রেকর্ড তৈরি করেন কোরিয়ান তিরন্দাজরা ৷

আগামী 28 জুলাই থেকে 4 অগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে মহিলা তিরন্দাজির (দলগত ও ব্যক্তিগত) নকআউট পর্ব এবং পদকজয়ের ম্যাচগুলি ৷ পরবর্তী পর্ব অর্থাৎ ভারতের প্রতিপক্ষ রাউন্ড অফ 16-এ ফ্রান্স বনাম নেদারল্য়ান্ডসের মধ্যে বিজয়ী দল ৷

Last Updated : Jul 25, 2024, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details