প্যারিস, 25 জুলাই: দলের সবচেয়ে অভিজ্ঞ দীপিকা কুমারিকে ছাপিয়ে মহিলা তিরন্দাজির ব়্যাংকিং নির্ধারণ পর্বে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় মেলে ধরলেন অঙ্কিতা ভকত ৷ মূলত তাঁর সিজন বেস্ট পারফরম্য়ান্সের সৌজন্যেই ব়্যাংকিংয়ে দলগতভাবে চতুর্থস্থানে শেষ করল দেশের মহিলা তিরন্দাজরা ৷ একইসঙ্গে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন তাঁরা ৷ ব্যক্তিগত ব়্যাংকিং ইভেন্টে 11তম স্থানে শেষ করলেন অঙ্কিতা, যা তাঁর মরশুম সেরা ৷ সর্বাধিক 720 পয়েন্টের মধ্যে অঙ্কিতার ঝুলিতে এল 666 পয়েন্ট ৷
অঙ্কিতা উজ্জ্বল হলেও হতাশ করলেন এই নিয়ে চতুর্থবার অলিম্পিক্সের মঞ্চে পা রাখা দীপিকা কুমারী ৷ 658 পয়েন্ট নিয়ে তিনি শেষ করেন 23তম স্থানে ৷ ভারতীয় দলের আরেক সদস্য হরিয়ানার ভজন কর 659 পয়েন্ট নিয়ে শেষ করেন এক ধাপ উপরে অর্থাৎ 22তম স্থানে ৷ দল হিসেবে 1983 পয়েন্ট সংগ্রহ করে চারে জায়গা করে নেয় মহিলা তিরন্দাজি দল ৷ প্রথম তিনে শেষ করে ভারতের সঙ্গেই সরাসরি কোয়ার্টারে জায়গা করে নিয়েছে যথাক্রমে কোরিয়া রিপাবলিক, চিন এবং মেক্সিকো ৷
- অশান্তির আবহে অলিম্পিক্সে হার দিয়ে শুরু কোপাজয়ী আর্জেন্তিনার, হতবাক লিও